• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
তরুণ চিত্রনাট্যকারের আত্মহত্যা

আত্মঘাতী চিত্রনাট্যকার রবিশঙ্কর অলোক

ছবি : ইন্টারনেট

বলিউড

তরুণ চিত্রনাট্যকারের আত্মহত্যা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

আত্মঘাতী হলেন চিত্রনাট্যকার রবিশঙ্কর অলোক। পুলিশ জানায়, মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির সেভেন বাংলো এলাকায় নিজের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ৩২ বছর বয়সী রবিশঙ্কর। রবিবার রাত ২টায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নানা পাটেকার অভিনীত ‘আব তাক ছাপ্পান’ ছবির চিত্রনাট্য কিছুটা লিখেছিলেন রবিশঙ্কর। এমনকি ওই ছবির সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। তার বাড়ির নিরাপত্তারক্ষী জানিয়েছেন, দিন কয়েক আগেই পটনা থেকে তার বাবা-মা এসেছিলেন রবিশঙ্করের কাছে। ছেলের সঙ্গে কিছুদিন কাটিয়ে ফের তারা পটনা ফিরে যান। ওই বহুতলের ছাদের দরজায় নিয়মিত তালা দেওয়া থাকে। কীভাবে রবিশঙ্কর তার চাবি পেয়ে ছাদে পৌঁছেছিলেন তাও জানা যায়নি। রবিবার ছাদে আদৌ তালা দেওয়া ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার রাতে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা খোঁজ করতে গিয়ে রবিশঙ্করকে পড়ে থাকতে দেখতে পান। সে সময় রক্তে ভেসে যাচ্ছিলেন ওই তরুণ। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিত্সকরা রবিশঙ্করকে মৃত বলে ঘোষণা করেন।

রবিশঙ্করের সঙ্গে তার ভাই থাকতেন। কিন্তু ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ভারসোভা পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। তবে এখনো পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ডেপুটি পুলিশ কমিশনার পরমজিত্ সিংহ দহিয়া সাংবাদিকদের জানিয়েছেন, একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, এক বছর ধরে ডিপ্রেশনের চিকিত্সা চলছিল রবিশঙ্করের। সে কারণেই তিনি আত্মঘাতী হলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। তরুণ সম্ভবনাময় চিত্রনাট্যকারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads