• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বলিউডের আলোচিত ছবি

ছবি : বাংলাদেশের খবর

বলিউড

বলিউড ২০১৮

বলিউডের আলোচিত ছবি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

চলতি বছর বলিউডে মুক্তি পেয়েছে অনেকগুলো ছবি। কিছু ছবি জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার। আবার কিছু ছবি হয়েছে দারুণ হিট। আলোচিত ও ব্যবসা সফল কয়েকটি ছবি নিয়ে থাকছে বছর জুড়ে বলিউড।

হিচকি

বলিউডে ২০১৮ সালে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘হিচকি’ ছবিটি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন এ ছবির মাধ্যমে। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি। একাই টেনে নিয়ে গেছেন ছবির গল্প। সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ২৩ মার্চ। ছবির বাজেট ছিল ১২ কোটি ভারতীয় রুপি। ছবিটি ঘরে তুলে নিয়েছে প্রায় ২৪০ কোটি ভারতীয় রুপি।

বাধাই হো

২০১৮ সালের ব্যবসা সফল ছবির মধ্যে ‘বাধাই হো’ অন্যতম। অমিত শর্মা পরিচালিত এ ছবিটি বক্স অফিসে আয় করেছে প্রায় ২২২ কোটি রুপি। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ২৯ কোটি রুপি। মুক্তির আগে ছবিটি নিয়ে পরিচালকের তেমন প্রত্যাশা না থাকলেও মুক্তির পর এ সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত। হাস্যরসের গল্পে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্ত, সানিয়া মালহোত্রাসহ অনেকে। ছবিটি ভারতে মুক্তি পেয়েছিল ১৮ অক্টোবর।

রাজি

মেঘনা গুলজার পরিচালিত ছবিটি মুক্তি পায় ১১ মে। আলিয়া ভাট, ভিকি কুশলসহ অনেক শিল্পীকে নিয়ে ছবিটি নির্মাণ করতে প্রযোজককে গুনতে হয়েছে প্রায় ৩৫ থেকে ৪০ কোটি রুপি। ছবিতে আলিয়া ও ভিকির অভিনয় মন ছুঁয়েছে সিনেমাপ্রেমীদের। ফলে বক্স অফিসে শীর্ষ ছবির তালিকায় উঠে এসেছে এ ছবির নাম। ছবিটি সর্বমোট আয় করেছে প্রায় ১৯৪ কোটি রুপি।

প্যাডম্যান

সমাজ সচেতনতামূলক গল্পে ছবিটি নির্মাণ করেছেন আর বালকি। পুরো ছবির বাজেট ছিল ২০ কোটি রুপি। মেয়েদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে বিপ্লব ঘটিয়ে দেওয়া অরুণাচলম মুরুগানাথমের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবিটি। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে সোনম কাপুর ও রাধিকা আপ্তেকে। ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ছবিটি সর্বমোট আয় করেছে প্রায় ১৮৬ কোটি রুপি। ভারত এবং রাশিয়ায় ছবিটি মুক্তি পেয়েছিল ৯ ফেব্রুয়ারি। আর চীনে মুক্তি পেয়েছিল ১৪ ডিসেম্বর।

স্ত্রী

মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির মধ্যে আয়ের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে ‘স্ত্রী’ ছবিটি। ওমর কৌশিক পরিচালিত এ ছবিটি মধ্যপ্রাচ্যে মুক্তি পেয়েছে ৩০ আগস্ট। ভারতে ছবিটি মুক্তি পেয়েছিল ৩১ আগস্ট। মুক্তির পর রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের অভিনয় মাত করেছিল দর্শকদের। রাজকুমার-শ্রদ্ধা জুটির অভিনয়ই সাফল্যের শিখরে নিয়ে গেছে ছবিটিকে। এমনটাই মনে করছেন বলিউডের একাধিক সমালোচক। মাত্র ২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ ছবিটি আয় করেছে ১৮০ কোটি রুপি।

আন্ধাধুন

ভারতীয় চিত্রসমালোচকদের মতে, এ বছরের অন্যতম সেরা ছবি ‘আন্ধাধুন’। ৩২ কোটি রুপি ব্যয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক শ্রীরাম রাঘবন। বলিউডের গায়ক-নায়ক আয়ুষ্মান খুরানা তার অভিনয় ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছেন এ ছবিতে। ফলে দর্শক ও সমালোচকদের মনে জায়গা করে নিয়েছে ছবিটি। পাশাপাশি বক্স অফিসেও অবস্থান করে নিয়েছে ‘আন্ধাধুন’। ছবিটি সর্বমোট আয় করেছে প্রায় ১১২ কোটি রুপি। ৫ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে অভিনেত্রী টাবু ও রাধিকা আপ্তেকে দেখা গেছে।

মান্টো

২০১৮ সালের আলোচিত ছবির মধ্যে অন্যতম ‘মান্টো’। ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় মাত করেছে দর্শকদের। আর এ ছবিতে অভিনয় করে ক্যারিয়ারে অনন্য অবস্থান তৈরি করে নিয়েছেন এ অভিনেতা। উর্দু সাহিত্যিক সাদত হোসেন মান্টোর জীবন নিয়ে নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নন্দিতা দাস। মুক্তির আগে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শোনা গিয়েছিল। সেই আলোচনার রেশ অবশ্য মুক্তির পরও ছিল। তবে ছবিটি বক্স অফিস কালেকশন জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads