• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ফের আলোচনায় কঙ্গনা

ছবি : সংগৃহীত

বলিউড

ফের আলোচনায় কঙ্গনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ঠোঁটকাটা হিসেবে বলিউডে একটা নাম আছে কঙ্গনা রানাউতের। কিছুদিন পর পর বলিউডের বিভিন্ন জনের সঙ্গে আলোচনা-সমালোচনায় জড়িয়ে যান। এবারো তার ব্যতিক্রম হয়নি। জাভেদ আখতার, শাবানা আজমিকে দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন কঙ্গনা।

করাচি সাহিত্য উৎসবে যাওয়ার কথা থাকলেও পুলওয়ামার ঘটনার পরই তা বাতিল করে দেন জাভেদ ও শাবানা। এই সফরকে নিয়েই কটাক্ষ করেছেন কঙ্গনা। তার কথায়, ‘পাকিস্তানের সঙ্গে যারা সাংস্কৃতিক আদান প্রদান করেন, তারাই এগুলো প্রশয় দেন।’ বিষয়টি নিয়ে সরব বলিউডেরও অনেকে। কঙ্গনা আরো বলেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির দেশদ্রোহীতে ভরতি। পাকিস্তানকে নিষিদ্ধ করা নয়, ওদের এই মুহূর্তে বিনাশ করার চেষ্টা করতে হবে।’ সাবেক ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর নাম না করে তিনি বলেন, ‘যারা এই সময় অহিংসার লেকচার দিচ্ছে, তাদের মুখে কালি মাখিয়ে গাধায় চড়িয়ে ঘোরানো উচিত।’

তর্ক-বিতর্কের বাইরে কঙ্গনা রানাউত নিজের জীবনী নিয়ে নিজেই পরিচালনা করবেন সিনেমা। কঙ্গনা বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি, আমার পরিচালিত পরবর্তী সিনেমার বিষয়বস্তু আমি নিজেই। তবে এটি ভালো-মন্দ চরিত্র দেখানোর জন্য নির্মাণ হবে না বরং এ পর্যন্ত আমার পথচলার ঘটনাগুলো সরল ও আন্তরিকতার সঙ্গে ফুটিয়ে তোলা হবে। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কঙ্গনা। এর পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। এর ভেতর ‘তানু ওয়েডস মানু, তানু ওয়েডস মানু রিটার্নস, ফ্যাশন, কুইন ও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ অন্যতম। এ ছাড়া বলিউডের এই পথচলায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন কঙ্গনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads