• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘আইটেম’ শব্দে আপত্তি

ছবি : ইন্টারনেট

বলিউড

‘আইটেম’ শব্দে আপত্তি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৪ মে ২০১৯

‘আইটেম গার্ল’ শব্দ যুগলে প্রবল আপত্তি জানিয়েছেন মালাইকা অরোরা। নিজের নামের সঙ্গে এই শব্দ দুটি নিয়ে নিজেই বিব্রত। তার দাবি, তার অভিনীত কোনোটাই আইটেম গান নয়।

শাহরুখ খানের সঙ্গে ছাঁইয়া ছাঁইয়া গানের সঙ্গে নেচে ১৯৯৮ সালেই দর্শকের হূদয় কেড়েছিলেন মালাইকা অরোরা। এরপর মুন্নি বদনাম হুয়ি, আনারকলিতেও তার নাচের তালে মেতেছে সবাই। গানগুলো আইটেম গান হিসেবেই পরিচিত। তবে এই গানকে আইটেম বলতে নারাজ তিনি।

কেউ আইটেম বলে ডাকলে তার গালে কষে চড় মারার হুমকি দিয়েছেন এই নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আজ পর্যন্ত আমি যে কয়টা গানের সঙ্গে নাচ করেছি সম্পূর্ণ নিজের ইচ্ছেতে করেছি।’

যদি কখনো মনে হতো, ‘গানটিতে আমাকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে আমি নিজেই সেই কাজ ছেড়ে বেরিয়ে আসতাম। আমি মোটেও বোকা নই। আমার একবারের জন্যও মনে হয়নি গানগুলো শালীনতার সীমা অতিক্রম করেছে।’

এ ধরনের গানে নাচতে কোনো আপত্তি নেই মালাইকার। তবে ‘আইটেম’ শব্দটি নিয়ে তার প্রবল আপত্তি তার। তাই আইটেম বলে ডাকলেই চড় খেতে হবে মালাইকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads