• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কঙ্গনার বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

বলিউড

কঙ্গনার বিরুদ্ধে মামলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মে ২০১৯

কঙ্গনা রনৌত আর তার বোন রাঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মুম্বাইর আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেছেন আদিত্য পাঞ্চোলি ও তার স্ত্রী জরিনা ওয়াহাব। মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য পাঞ্চোলি বলেন, ‘আমি কঙ্গনা আর রাঙ্গোলির বিরুদ্ধে মানহানির মামলা করেছি। পাশাপাশি দেওয়ানি মামলা করার অপশনও খোলা রেখেছি।’

আদিত্য পাঞ্চোলি অভিযোগ করে বলেন, ‘কঙ্গনা রনৌত অনেক দিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। এমনকি এ বিষয় নিয়ে টিভি চ্যানেলের অনুষ্ঠানেও নানা আপত্তিকর কথা বলেছেন। এর সঙ্গে আমার স্ত্রী আর সন্তানদেরও জড়িত করেছেন। এতদিন কঙ্গনা যেসব অভিযোগ করেছেন, এবার পারলে তা প্রমাণ করুক।’

এদিকে আদিত্য পাঞ্চোলিকে নাকি এই কঙ্গনা রনৌতের বিরুদ্ধে করা মানহানির মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। আদিত্য পাঞ্চোলি ‘মিড-ডে’কে বলেছেন, ‘কঙ্গনা রনৌতের আইনজীবী আমাকে হুমকি দিয়েছেন, মানহানির মামলা তুলে না নিলে তারা নাকি আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনবে। আমি এই আইনজীবীর সঙ্গে ১৮ মিনিটের কথোপকথনের ভিডিও ভারসোভা পুলিশ স্টেশনে জমা দিয়েছি।’

এই মানহানির মামলা দায়ের করার আগে কঙ্গনা রনৌত আর তার বোন রাঙ্গোলিকে ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশ পাঠান আদিত্য পাঞ্চোলির স্ত্রী জরিন ওয়াহাব। সেই চিঠির কোনো জবাব দেননি কঙ্গনা রনৌত ও রাঙ্গোলি।

‘ইন্ডিয়া টুডে’র কাছে ২০১৭ সালে কঙ্গনা বলেছিলেন, ‘আমি তখন তার (আদিত্য) মেয়ের চেয়ে বয়সে ছোট। কিশোরী বয়স। মিডিয়াতেও নতুন। এখানকার সবকিছু আমার কাছে নতুন মনে হচ্ছিল। এ কারণে নির্যাতনের হাত থেকে বাঁচতে সাহায্য নিতে আমি তার স্ত্রীর কাছে গিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, আমাকে বাঁচান। আমি আপনার মেয়ের থেকেও ছোট। আর আমার সঙ্গে যা ঘটে চলেছে, তা বাবা-মাকেও বলতে পারব না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads