• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইউনিসেফের পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা

ছবি : সংগৃহীত

বলিউড

ইউনিসেফের পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুন ২০১৯

অভিনয় দিয়ে দর্শকের মন যেমন জয় করেছেন তেমনি, সামাজিক কাজেও নিজেকে এগিয়ে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের মে মাসে বাংলাদেশের কক্সবাজারে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়াতে এসেছিলেন তিনি। ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বিশ্বব্যাপী শরণার্থী শিশুদের জন্য একই কাজ করে চলেছেন এই বলিউড-হলিউড অভিনেত্রী। এবার সামাজিক ও শিশুদের নিয়ে কাজের জন্য ‘ড্যানি ক্যায় হিউমেটেরিয়ান পুরস্কার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা। ইউনিসেফের আমেরিকান অংশের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে পুরস্কারটি পাবেন তিনি।

প্রিয়াঙ্কা টুইটবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই পুরস্কার দেওয়ার জন্য ইউনিসেফকে ধন্যবাদ। ইউনিসেফের হয়ে যে কাজ করছি, তা আমার জীবনে সেরা পাওয়া। এখানেই শান্তি আর স্বাধীনতা খুঁজে পাই।’ নিউইয়র্কে আগামী ৩ ডিসেম্বর পুরস্কার  দেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ইউনিসেফের হয়ে কাজ শুরু করেন প্রিয়াঙ্কা। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত তিনি কাজ করেছেন শিশুদের অধিকার নিয়ে। গত মাসেও একই কারণে ইথিওপিয়া সফরে গিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই তারকা।

পাশাপাশি নারীর ক্ষমতায়ন, পরিবেশদূষণ, লিঙ্গবৈষম্য ইত্যাদি বিষয় নিয়েও তিনি আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় থেকেছেন। এ ছাড়া ‘ভারত’ ছবির কাজ ছেড়ে দিলেও তিনি ‘ইজ নট ইট রোমান্টিক’ আর সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে যুক্ত হয়েছেন। এর মধ্যে ‘দ্য স্কাই ইজ পিঙ্কে’র দৃশ্যধারণ শেষ হয়েছে। মোটিভেশনাল স্পিকার আইশা চৌধুরীর জীবনভিত্তিক ছবিটিতে সংগীত পরিচালনা করছেন প্রীতম।

এত কিছুর পরও থেকেই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার। কিছুদিন আগে মেটগালা ফ্যাশন ইভেন্টে সাজের জন্য নেটিজেনরা সমালোচনার ঝড় তুলেছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক তাড়া করা শুরু করল প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ইনস্টাইল’-এর জুলাই সংখ্যার প্রচ্ছদ ছবি হিসেবে ঠাঁই পেয়েছে। সেই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে নতুন স্টাইলে। ব্লাউজ ছাড়াই এক নতুন ভঙ্গিতে শাড়ি পড়েছেন তিনি। আর তার এভাবে শাড়ি পরা নিয়েই নতুন বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচলিত ভারতীয় প্রথায় ব্লাউজের সঙ্গে শাড়ি না পরায় অনেকেরই তোপের মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। দেশীয় সংস্কৃতিকে তিনি অপমান করেছেন বলেও অভিযোগ অনেকের। এত সব অভিযোগের তোপের মুখে প্রিয়াঙ্কার এ পুরস্কার কিছুটা হলেও প্রশান্তি তৈরি করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads