• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বলিউড

লুকা ছুপির কৃতী শ্যানন!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুন ২০১৯

এ সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কৃতী শ্যানন। এ বছর তার অভিনীত ‘লুকা ছুপি’ দারুণ ব্যবসা করেছে বক্স অফিসে। সেজন্য ব্যস্ততাও কম নেই তার। তবে কাজের ব্যস্ততার ফাঁকে ঠিকই শরীরচর্চার জন্য সময় বের করে নেন এই নায়িকা। নিয়মিত ব্যায়ামও করেন।

কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ‘লুকা ছুপি’ বক্স অফিসে প্রায় ১২৫ কোটি রুপির ব্যবসা করে। সমালোচক থেকে শুরু করে দর্শক সবাই প্রশংসা করেছে সিনেমাটির। এরপর তার হাতে রয়েছে আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’। যেখানে কৃতী ছাড়াও রয়েছে অনিল কাপুর ও সঞ্জয় দত্ত। এ ছাড়া হাতে রয়েছে ‘হাউজফুল ফোর’-এর মতো সিনেমা। রয়েছে ‘অর্জুন পাতিয়ালা’ নামের একটি সিনেমা, এতে দিলজিত দোসাঞ্জের বিপরীতে কাজ করবেন তিনি।

এর আগে কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। কয়েকদিন আগেই গরমের ছুটিতে বান্ধবীদের সঙ্গে সময় কাটাতে পাড়ি দিয়েছিলেন গোয়ায়। সেখানে গিয়েও ইনস্টাগ্রামে ভক্তদের জন্য প্রতি মুহূর্তের ছবি পোস্ট করেছেন কৃতী। হলুদ বিকিনিতে সুইমিংপুলের সবুজ পানিতে আনন্দ করার সেই ছবি ও ভিডিওগুলোও ভাইরাল হয় সেসময়।

এদিকে সিনেমার ‘আইটেম’ গানের পক্ষে মত দিয়েছেন  কৃতী শ্যানন। তিনি মনে করেন, এ নিয়ে অস্বস্তির কিছু নেই। এমনকি একে তিনি আইটেম বলতেও নারাজ। দর্শকদের বিনোদন জোগাতে ছবিতে গান থাকতেই পারে। সেসব গানের থাকতে পারে রকমফের। এগুলোকে আইটেম বলার কারণে কৃতী জোর আপত্তি করেছেন। তিনি বলেন, ‘আইটেম আবার কী! এই গানকে কেন আইটেম নাম্বার বলতে হবে বুঝি না। শব্দটা ব্যবহার করে একে একটু নেতিবাচক করে তোলা হয়। এগুলো তো একেবারেই নাচনির্ভর পরিবেশনা। দর্শকের আনন্দ আরো একটু বাড়িয়ে দিতে এগুলো রাখা হয়। দর্শকরা এসব পছন্দও করেন। এসব গানের সঙ্গে যুক্ত যারা, তাদের নেতিবাচক চোখে দেখা হবে কেন? এই গানের শিল্পীদের সম্মান করা হবে না কেন?’

হঠাৎ করেই আইটেম গানের পক্ষ কেন নিচ্ছেন কৃতি। আসল বিসয় হল সমপ্রতি দুটি আইটেম গানে অংশ নিয়েছেন কৃতী শ্যানন। একটি ‘স্ত্রী’ ছবিতে, আরেকটি ‘কলঙ্ক’ ছবিতে। দুটি গানই দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। ফলে কৃতীর কণ্ঠ এখন চড়া। চড়া সুরেই তিনি বলেছেন, ‘আমির (আমির খান) স্যার, শাহরুখ (শাহরুখ খান) স্যার, সালমান (সালমান খান) স্যার যখন এরকম ধুন্ধুমার নাচের কোনো গানে অংশ নেন, সেগুলোকে আইটেম গান বলা হয় না। একজন নারী থাকলেই সেটা আইটেম হয়ে যাবে? এটা কি লিঙ্গবৈষম্য নয়? এই মানসিকতা বাদ দিতে হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads