• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সোনাক্ষীর ‘খানদানি সাফাখানা‘

ছবি : সংগৃহীত

বলিউড

সোনাক্ষীর ‘খানদানি সাফাখানা‘

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুন ২০১৯

সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা অভিনীত ‘খানদানি সাফাখানা’র ট্রেইলার মুক্তি পেয়েছে। ছবিতে সোনাক্ষী একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে একটি ক্লিনিকের মালিকের চরিত্রে অভিনয় করেছেন। তাও আবার যেনতেন ক্লিনিক নয়। মানুষের যৌনবিষয়ক সমস্যা নিয়ে আসে এই ক্লিনিকে।

যে কোনো সমাজে যৌনতা শব্দটি যেন অনেকটাই ধামাচাপা দিয়ে রাখার একটি বিষয়। এ নিয়ে খোলাখুলি আলোচনা কেউ করতে চায় না। যেন মহা একটি অপরাধ। সেই চিন্তাধারায় নতুন করে পরিবর্তন আনতে চলেছে বলিউড সুন্দরী সোনাক্ষী সিনহার নতুন ছবি ‘খানদানি সাফাখানা’।

শিল্পী দাশগুপ্ত পরিচালিত ‘খানদানি সাফাখানা’র মূল কথাই হলো, যৌনতা নিয়ে সামাজিক ব্যক্তির লজ্জা-ভয়। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবির ট্রেইলার। ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে, হাস্যরসের মধ্য দিয়ে যৌনতাবিষয়ক জরুরি আলোচনাকে সামনে এনেছেন পরিচালক। ভেঙে দিতে চেয়েছেন সামাজিক নীরবতা।

একটি যৌন ক্লিনিককে ঘিরে আবর্তিত হয়েছে চিত্রনাট্য। সোনাক্ষীর মামা গ্রামের ওই ক্লিনিক চালাতেন। তার মৃত্যুর পর ক্লিনিকের ভার এসে পড়ে সোনাক্ষীর ওপর। মামার দানপত্র অনুযায়ী, তাকে ছয় মাস চালাতে হবে ক্লিনিকটি। এর পরই সম্পূর্ণ মালিকানা পাবেন সোনাক্ষী। ক্লিনিক চালাতে শুরু করেন ভাগ্নি, কিন্তু এক নারী কি চালাতে পারবেন এই  ক্লিনিক? পুরুষরা খোলাখুলি তাদের সমস্যা বলতে পারবেন তো? ক্লিনিক চলতে পারবে তো।

সোনাক্ষীও চান মানুষ দ্বিধাহীনভাবে যৌন সমস্যার কথা বলুক। তার লড়াইয়ে পাশে পান ভালোবাসার মানুষকে। সিনেমায় গানের সঙ্গে অনেকখানি দৃশ্যজুড়ে। রয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী বাদশা। তার মতো তারকাকে নিয়ে যৌনতা বিষয়ে সচেতনতার লক্ষ্যে প্রচারে নামেন সোনাক্ষী। তিনি কি পারবেন সবকিছু ঠিকঠাকভাবে চালাতে। সেটি দেখতে সিনেমাটি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোনাক্ষি সিনহা ছাড়াও ‘খানদানি সাফাখানা’য় রয়েছেন বরুণ শর্মা ও বাদশা। সোনাক্ষীর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বরুণ শর্মা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মহাবীর জৈন, মৃঘদীপ সিং লাম্বা, দিব্য খোসলা কুমার ও কৃষণ কুমার। ছবিটি বড়পর্দায় উঠবে ২৬ জুলাই।

এদিকে বলিউড ইন্ডাস্ট্রিতে আমার একমাত্র ক্রাশ হূত্বিক রোশান বলে জানিয়েছেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। বলিউড অভিনয় ক্যারিয়ারে অনেক অভিনেতার সঙ্গেই জুটিবেঁধে অভিনয় করলেও হূত্বিককেই তিনি বেছে নিয়েছেন। এ অভিনেত্রী বলেন, ‘বলিউড অভিনেতাদের মধ্যে এখন পর্যন্ত হূত্বিক রোশানই আমার একমাত্র ক্রাশ কারণ ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমা।’ তার মতে একজন আদর্শ পুরুষের কী গুণ থাকা উচিত জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কেউ যে আমাকে নিজের মতো থাকতে দেবে এবং আমাকে ছোট করার চেষ্টা করবে না।’

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়। এতে রাজ্জো চরিত্রে সালমান খানের বিপরীতে অভিনয় করেন এ অভিনেত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads