• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অভিনয় ছাড়ার ঘোষণায় সমালোচিত জাইরা

ছবি : সংগৃহীত

বলিউড

অভিনয় ছাড়ার ঘোষণায় সমালোচিত জাইরা

  • এহতেশাম শোভন
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৯

বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম ইমান নষ্ট হওয়ার কারণে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে এমনটাই জানিয়েছেন দঙ্গল কন্যা জায়রা। বলিউডে তার ক্যারিয়ার মাত্র পাঁচ বছরের হলেও ইতিমধ্যেই কর্মজীবনে পেয়েছেন প্রচুর সাফল্য। পেয়েছেন জাতীয় পুরষ্কারও।

সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান জাইরা ওয়াসিম। সেই থেকে তিনি দঙ্গলকন্যা নামেই পরিচিত। পরের ছবিতে আবারো জুটি বাঁধেন আমির খানের সঙ্গে। ‘সিক্রেট সুপারস্টার’ করে আবারো সবার নজর কাড়েন। আগামীতে মুক্তি পেতে চলা ‘দ্য স্কাই ইজ পিংক’-এ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। আর এটাই হতে পারে বলিউডে তার শেষ ছবি।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? সেটাই জানালেন নিজের ফেসবুক পেইজে।

‘৫ বছর আগে আমি আমার জীবন একদম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্তটি আমার সামনে জনপ্রিয়তার দরজা খুলে দিয়েছিল। আমাকে ইয়ুথ রোল মডেল হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু আমি যা হতে চেয়েছিলাম, এটা তা নয়। আমার সাফল্য, ব্যর্থতার ধারণার সঙ্গে এটা মেলে না।’ কথাগুলো ফেসবুক পোস্টে লিখেছেন জায়রা।

মাত্র ১৮ বছর বয়সেই জায়রার ঝুলিতে এসেছে অভাবনীয় সাফল্য। ‘দঙ্গল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জায়রা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড ফর একসেপশনাল অ্যাচিভমেন্ট পেয়েছেন। কিন্তু এই পরিচয়ে বা কাজের ধরনে তিনি খুশি নন, সে-কথা এবার স্পষ্টতই জানিয়েছেন জায়রা।

তিনি আরো লিখেন, কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। মানুষের পছন্দের তালিকায় চলে আসি আমি। যুবসমাজের প্রতীক হিসাবেও আমাকে নানাদিক দিয়ে চিহ্নিত করা হয়। আমার এই যাত্রা অনেক মুশকিলে ভরা ছিল, আমি আমার অন্তরআত্মার সাথে লড়েছি ওই দিনগুলোতে। ছোট জীবনে এত বড় লড়াই আমি লড়তে পারব না। আমি সবেমাত্র নিজের চিন্তাভাবনা প্রকাশ করা শুরু করেছিলাম কিংবা কাজ করছিলাম কিন্ত এখন মনে হচ্ছে এই জায়গাটা আমার জন্য নয়। এটা ভালোবাসার জায়গা ছিল কিন্তু তার মাঝেও অনেকে আমাকে আলাদা করে রেখেছেন। কিন্তু নিজের কাজ চালানোর আমি যতই চেষ্টা করি এই পথে বাঁধা হয়ে দাঁড়ায় আমার ধর্ম। আর এই জন্য বলিউড থেকে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।

কিন্তু হঠাৎ জাইরার এমন সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হচ্ছে তার ভক্তদের।

আর এমন সিদ্ধান্তে সমালোচনার মুখেও পড়তে হয়েছে জাইরাকে। জাইরার সিদ্ধান্তে নাখোশ হয়েছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তাকে তিরস্কার করে টুইটারে রাভিনা বলেন, জাইরা ‘অকৃতজ্ঞ হলে তাতে যায় আসে না।’। তিনি আরো বলেন, জাইরা যে মত প্রকাশ করেছেন, তা তার কাছেই রাখা উচিত ছিল।

এছাড়া তসলিমা নাসরিন টুইট করে জাইরার সিদ্ধান্তের আপত্তি জানিয়েছেন। টুইটারে তিনি লিখেন, বলিউডের মেধাবী শিল্পী জাইরা এখন সিনেমা ছাড়তে চাইছে কারণ অভিনয়ের কারণে আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট হচ্ছে। এ কেমন নির্বোধের মতো নেয়া সিদ্ধান্ত! মুসলিমদের কত মেধাকে এমন জোরপূর্বক বোরখার অন্ধকারে ঢেকে দেওয়া হচ্ছে।

যদিও জাইরা সমালোচনার পাশাপাশি পাশেও পেয়েছেন অনেককে।

সামাজিক মাধ্যমে কাশ্মীরের মেয়ে জাইরার পাশে দাঁড়ান জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জাইরার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, ‘এটা ওর জীবন, যাতে সে সন্তুষ্ট হয়, সে তা-ই করবে।’

তবে যদি সত্যিই অভিনয় ছেড়ে দেন জাইরা তাহলে বলিউড হারাবে আরো এক প্রতিভাবান অভিনেত্রীকে। প্রমাণিত হবে, রুপালি দুনিয়ার সোনালি আলোর পেছনে সত্যিই গভীর অন্ধকার লুকিয়ে আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads