• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রাধিকার অসম প্রেম

ছবি : সংগৃহীত

বলিউড

রাধিকার অসম প্রেম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৯

রজনীকান্তের সঙ্গে দক্ষিণের ‘কাবালি’ ছবিতে অভিনয় করে রাধিকা আপ্তে সবার কাছে পরিচিতি পান। এরপর আরো অনেকে ছবিতে অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকবার আলোচনায় এসেছেন এ নায়িকা। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে গিয়ে রাধিকা বলেছেন, ‘এক নয়, একাধিক প্রেমে বিশ্বাসী তিনি।’

সম্প্রতি নেহা ধুপিয়ার বিএফএফএস উইথ ভোগ সিজন-৩-এ অতিথি হয়ে গিয়েছিলেন রাধিকা। সেখানেই প্রেম নিয়ে নিজের এমন অভিমত ব্যক্ত করেছেন নায়িকা।

রাধিকা বলেন, ‘আমি বিশ্বাস করি একাধিক মানুষের প্রেমে পড়া। আমি একই সময় একাধিক মানুষকে ভালোবাসতে ভালোবাসি। সেটার পরিধি আলাদা আলাদা, চাওয়ার নিরিখও আলাদা। যেমন আমি নাচ ও অভিনয়কে ভালোবাসতে পারি, তেমনই আমি আলাদাভাবে একাধিক মানুষকে ভালোবাসতেও পারি। এর জন্য আমি কোনোভাবেই নিজেকে শাস্তি দিতে পারি না।’

বিএফএফএস উইথ ভোগ সিজন-৩ অনুষ্ঠানে নিজের বেস্ট ফ্রেন্ড আয়ুস্মান খুরানার সঙ্গে গিয়েছিলেন রাধিকা। একটি কথার পরিপ্রেক্ষিতে রাধিকা বলেন, ‘জীবনে কত অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গে দেখা হয়। আকর্ষণ তৈরি হয়। কখনো সেটি শারীরিক আকর্ষণ, কখনো সেটি শুধুই অনুরাগ। জীবনের সেই দিকটাকে উন্মোচন করতে চায় না অনেকেই।’

মুক্তির অপেক্ষায় আছে রাধিকা অভিনীত ইংরেজি সিনেমা ‘দ্য আশ্রম’ ও ‘দ্য ওয়েডিং গেস্ট’। ছবি দুটি ২০১৯ সালেই মুক্তি পাবে।

মধ্যে আইটেম গানের যৌনতা বিষয়ে খোলামেলা কথা বলে আলোচনায় এসেছিলেন রাধিকা আপ্তে। তিনি বলেন, ‘এটা নির্ভর করে গানটা আসলে কেমন। আইটেম নাম্বার আসলে কী? এটা গানের সঙ্গে নাচের দৃশ্য। কিন্তু এর মাধ্যমে আপনি যদি একজন নারীর পণ্যায়ন ঘটান এবং সেই গানে সংক্ষিপ্ত পোশাক পরে নাচাটাই যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে, তবে আমি সেটা পছন্দ করি না। আমি এ রকম কিছু করব না।’

সাতটি ভিন্ন ভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করা রাধিকা আরো বলেন, ‘চলচ্চিত্রে নারীরা সমঅধিকার পান না। এখানে বৈষম্য রয়েছে। পুরুষ অভিনয়শিল্পীরা বাড়তি অর্থ পান। আমি এটা পছন্দ করি না। আরো অনেক বৈষম্য আছে। কিসের ভিত্তিতে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক দেওয়া হবে-সেটার একটি মানদণ্ড থাকা উচিত। প্রায়ই আমি দেখি, আমি অনেক কম আয় করছি, অথচ আমার পুরুষ সহকর্মী আমার থেকে অনেক বেশি অর্থ পাচ্ছেন। আমার খারাপ লাগে।’

নারীদের অধিকার এবং যৌনতা নিয়ে বরাবরই খোলামেলা কথা বলা রাধিকা এর আগেও আলোচনায় এসেছিলেন ‘যৌনতা কোনো অপরাধ নয়’-এই কথা বলে। এরপর তিনি আরেকটি সাক্ষাৎকারে বলেন, ‘নারীরা এখন আর সতী-সাবিত্রীর ধারণায় বিশ্বাসী নন’। বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ানো এখন আর কোনো বড় ব্যাপার নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads