• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নতুন গন্তব্যে রানী মুখার্জি

ছবি : সংগৃহীত

বলিউড

নতুন গন্তব্যে রানী মুখার্জি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

শ্বশুরবাড়ি চোপড়া ম্যানসন ছাড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। বিয়ের পর থেকে প্রকাশ্যে রানীকে খুব একটা দেখা যায় না। তাই প্রচারণার আলোয় খুব একটা আসেন না। এবার শ্বশুরবাড়ি ছাড়ার কারণে শিরোনাম হলেন। রানী একা নন, পৈতৃক বাড়ি ছেড়েছেন তার স্বামী আদিত্য চোপড়াও।

তবে বিষয়টি যে খুব গুরুতর, তেমনটা নয়। কোনো ঝগড়া বা মনোমালিন্যের কারণে নয়। শোনা যাচ্ছে, রানী ও আদিত্য চোপড়া ম্যানসনের সামনেই একটা বাংলো কিনেছেন। সেখানেই মেয়ে আদিরাকে নিয়ে থাকবেন এ দম্পতি।

সূত্রের খবর, এত দিন মুম্বাইয়ের জুহুতে বাবা যশ চোপড়ার বাড়িতে মা পামেলা চোপড়া ও ভাই উদয় চোপড়ার সঙ্গেই থাকতেন রানী-আদিত্য। সম্প্রতি তারা সেই বাড়ি ছেড়ে নতুন কেনা বাংলোয় থাকতে শুরু করেছেন। শোনা যাচ্ছে, মেয়ে আদিরাকে ক্যামেরার ফ্ল্যাশ ও প্রচারণার আলো থেকে দূরে রাখতেই আলাদা থাকতে শুরু করেছেন রানী মুখার্জি ও তার স্বামী। বলিউডের তারকাসন্তানরা সব সময় মিডিয়ার মনোযোগে থাকেন। কিন্তু সেটা চান না এ দম্পতি।

রানীর স্বামী চান, তারকাসন্তানের মতো নয়, একেবারের সাধারণ মানুষের মতো বেড়ে উঠুক তাদের আদুরে কন্যা। আর সে কারণেই এ সিদ্ধান্ত। ২০১৪ সালে ইতালিতে অনেকটা চুপিচুপিই বিয়েপর্ব সেরেছিলেন রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। ২০১৫ সালেই তাদের জীবনে আসে আদিরা।

অনেক দিন পর ‘হিচকি’ দিয়ে গত বছর বলিউডে ফেরেন রানী মুখার্জি। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। পত্রপত্রিকার খবর, বিশ্বব্যাপী এ ছবির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। রানীকে আগামী দিনে ‘মর্দানি টু’ সিনেমায় দেখা যাবে। এতে তিনি পুলিশের ভূমিকায় অভিনয় করছেন।

সম্প্রতি নিজেদের ‘মর্দানি টু’ অফিশিয়াল টুইটারে ছবিতে রানী মুখার্জীর প্রথম লুক শেয়ার করেছে যশ রাজ ফিল্মস। ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রানীকে। চরিত্রের নাম শিবানি শিবাজি রায়। খাঁকি উর্দিতে একেবারে শার্প অফিসারের চেহারায় এককথায় মাত করে দিয়েছেন নায়িকা।

‘মর্দানি টু’-এর প্রযোজক আদিত্য চোপড়া। ছবির পরিচালক বলিউডে নতুন গোপী পুথরান। তিনি ‘মর্দানি’র চিত্রনাট্য লিখেছিলেন। ছবির শুটিং নিয়ে পরিচালক গোপী পুথরান বলেছেন, ‘রাজস্থানে প্রায় এক মাস ধরে ছবির শুটিং হয়েছে।’ ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘মর্দানি’। মেয়ে আদিরার জন্মের পর এটি প্রথম ছবি ছিল রানীর। সেটি পরিচালনা করেছিলেন প্রদীপ রায়।

ওই ছবিতেই পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়ের ভূমিকায় দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী। শিশুপাচার নিয়ে তৈরি হওয়ার গল্পে টান টান ধরে রেখেছিলেন সাসপেন্স। তবে ‘মর্দানি টু’ আরো ভয়াবহ গল্প নিয়ে আসতে চলেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads