• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বলিউড

‘ট্রল গার্ল’ আমিশা প্যাটেল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০১৯

আমিশা প্যাটেল। বলিউডে পা রেখেছিলেন ‘কাহোনা পেয়ার হে’ ছবির মধ্য দিয়ে। বলিউডে এই ছবির মধ্য দিয়ে হূতিক রোশনও অভিনয়ে অভিষেক করেন। বর্তমানে হূতিক রোশন নিজের একটা অবস্থান করে নিলেও আমিশা প্যাটেল বলিউডে কোনো প্রকার গ্রহণযোগ্যতাই তৈরি করতে পারেননি। লাগাতার ফ্লপ ছবির মহড়া, বিভিন্ন বিষয়ে বিতর্ক, সমালোচনায় জর্জরিত এই তারকা। সম্প্রতি আবার নতুন করে সমালোচনায় ভাসলেন আমিশা।

গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘বিগ বস ১৩’  প্রিমিয়ার। যেখানে সালমান খানের সঙ্গে নেচে সম্প্রতি আরো একবার আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী। শুধু প্রিমিয়ার শোতে নাচ নয়, ‘বিগ বস’-এর ১৩তম মৌসুমে আমিশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও ঘোষণা দিয়েছিলেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।

সালমান খানের ঘোষণামতে, ‘বিগ বস ১৩’-এর ঘরে প্রথম দিনেই দেখা যায় আমিশাকে। যেখানে তিনি প্রতিযোগীদের বিভিন্ন গেম সম্পর্কে বর্ণনা করেন। কিন্তু চমকপ্রদ তথ্য হলো, আমিশার এই ‘মালকিন’ আচরণ মোটেও পছন্দ হয়নি দর্শকের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ‘বিগ বস’-এর দর্শকরা আমিশার এমন আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন তাকে এই শো থেকে বের করে দেওয়া উচিত। তার পরিবর্তে হিনা খান, গওহর খান বা অন্য কাউকে নেওয়া যেতে পারে বলেও অনেকে মন্তব্য করেছেন।

মাঝে মাঝেই নিজেকে উন্মত্তভাবে মেলে ধরেন আমিশা। তাতে অবশ্য লাভ হয় না। উল্টো আমিশা ট্রলের শিকার হন।

আমিশার সোশ্যাল ওয়াল ঘাটলে দেখা যায়, এ তারকার স্বল্পবসনা বিভিন্ন সাহসী পোশাকের ছবি। ছবিগুলোতে থাকে বিভিন্ন রকমের ঈঙ্গিত। এসব ছবি শেয়ার করার পরও তাকে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ।

কয়েক মাস আগে আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন প্রযোজক অজয়কুমার সিংহ। অজয়ের অভিযোগ ছিল, ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তার বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তার থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সে ছবি হয়নি। আমিশাও ওই টাকা তাকে ফেরত দেননি। তবে সেসব বিষয় বরাবর অস্বীকার করেছেন আমিশা।

এই মুহূর্তে আমিশার হাতে কোনো ছবির অফার নেই। ফলে লাইমলাইটে থাকার জন্যই এ ধরনের ঝুট ঝামেলা নিজেই তৈরি করেন বলে সবাই এখন আমিশাকে ‘ট্রল গার্ল’ নামে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads