• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বলিউড

লাল শাড়িতে লক্ষ্মী অক্ষয়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৯

বলিউড তারকা অক্ষয় কুমার। যিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দিনকে দিন নিজেকে পরিণত করছেন। বলিউডে অক্ষয়ই একমাত্র তারকা, যিনি তার জনপ্রিয়তা অপরিবর্তিত রেখে এই বয়সেই অভিনয় করে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বলিউড তারকা অক্ষয় কুমার তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। লাল শাড়ি, বড় লাল টিপ পরা অক্ষয়ের সেই ছবি মুহূর্তেই সাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

অক্ষয়ের শাড়ি পরা ছবিটি তার নতুন ছবি ‘লক্ষ্মী বম্ব’-এর একটি লুক। তামিল হরর কমেডি ছবি কাঞ্চনার হিন্দি রিমেক লক্ষ্মী বম্ব। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং কিয়ারা আদভানি। ছবিতে এক ব্যক্তিকে দেখানো হয় যে ভূত-প্রেত ভয় পায়। কিন্তু ভাগ্য তাকে এমন এক ঘটনায় টেনে নিয়ে যায়, যেখানে তার শরীরে ভর করে লক্ষ্মী নামের এক রূপান্তরকামীর আত্মা। ‘লক্ষ্মী বম্ব’ পরিচালনা করছেন রাঘব লরেন্স। ২০২০ সালের ২২ মে মুক্তি পাবে ছবিটি।

নব্বই দশকের অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক সাড়া জাগিয়ে ছিলেন বলিউডের নায়ক অক্ষয় কুমার। এরপর ধীরে ধীরে নানা চরিত্রে অভিনয় করে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা গত মাসে ৫২ বছর বয়সে পা রাখলেন।

অক্ষয় কুমার জানালেন, এবার যশরাজ ফিল্মসের ব্যানারে যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ক্যারিয়ারে খুব বেশি ঐতিহাসিক গল্পের ছবিতে অভিনয় করেননি অক্ষয়। তাই অক্ষয়ের ভক্তদের জন্য এটা অবশ্যই বিশেষ চমক।

অক্ষয় কুমার বলেন, নতুন ছবির ঘোষণাটি আমার কাছে খুবই স্পেশাল। এটা চৌহানের বীরত্ব ও শৌর্যকে মানুষের সামনে নিয়ে আসার এক বিনীত প্রয়াস। ভারতের এমন এক নির্ভীক রাজার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ খুশি লাগছে। আমাদের সেই সব মানুষের কথা মানুষের সামনে নিয়ে আসা, যারা দেশের জন্যে নিজেদের উৎসর্গ করেছিলেন। সত্যি কথা বলতে ছবিটির খবর আমার জন্মদিনে সামনে আসায়, এই দিনটা আরো স্পেশাল হয়ে উঠল।

এদিকে ‘হাউজফুল-৪’ ছবিতেও ভিন্ন লুকে দেখা যাবে আক্কিকে। আপাতত মুক্তি দেওয়া হয়েছে ছবির ট্রেলার। ছবিতে জাতিস্বর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তিনি পূর্বজন্মের কথা মনে করিয়ে দেবেন রিতেশ দেশমুখ ও ববি দেওলকে।

১৪১৯ সালে সিতামগড়ের কাহিনি দিয়ে শুরু হয়েছে ট্রেলার। আজ থেকে ৬০০ বছর আগে তিন রাজকুমারীর স্বয়ম্বরে হাজির ছিলেন অক্ষয়, রিতেশ ও ববি। সেই সময় অক্ষয়ের নাম ছিল রাজকুমার বালা। এরপর আসবে আজকের যুগের গল্প। এখানে অক্ষয়ের নাম হ্যারি। এই জীবনেও রিতেশ আর ববির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অক্ষয়ের। রিতেশের নাম এই জীবনে রয়। ববির নাম ম্যাক্স। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কৃতি স্যানন। ছবিটি মুক্তি পাবে দীপাবলিতে, ২৬ অক্টোবর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads