• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বলিউড

‘মারদানী-টু’ নিয়ে যা বললেন রানী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৯

বলিউডের বহু হিট সিনেমার নায়িকা রানী মুখার্জি। তবে নানাবিধ কারণে মাঝের কিছু সময়ে সিনেমায় নিয়মিত ছিলেন না তিনি। সিনেমায় নিয়মিত হওয়া নিয়েও সৃষ্টি হয়েছিল ধূম্রজাল। তবে সেসব উতরে রানী এখন আলোচনায় ‘মারদানি-টু’ সিনেমা নিয়ে। পাঁচ বছর আগে ‘মারদানি’ ছবিতে পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সেই সময়ে বলিউড দর্শক মুগ্ধ হয়েছিলেন চরিত্রের ক্ষুরধার ব্যক্তিত্ব ও সাহসিকতা দেখে। সিনেমার সিক্যুয়েল ‘মারদানি-টু’ আসছে ডিসেম্বরে।

সোমবার চলচ্চিত্রটির টিজার ইউটিউবে অবমুক্ত হয়েছে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মারদানি-টু’র টিজার নিয়ে শুরু হয় হইচই। টিজারে রানীকে দেখা গেছে ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে। এই নতুন ছবিতেও ভিলেন এক ২১ বছরের যুবক, তার টার্গেট মহিলারা। তাকে কীভাবে দমন করে শিবানী শিবাজি রায়, সেই নিয়েই ছবির গল্প। মাত্র ৩৮ সেকেন্ডের এই টিজারটি সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস প্রকাশ করেছে। তবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রানীকে দেখা গেলেও ভিলেনের চরিত্রে কে থাকবেন সেটা নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করেছেন ছবিটির পরিচালক গোপি পুথরান। ইতোমধ্যে ছবিটির শুটিং হয়েছে রাজস্থান, জয়পুর এবং কোটাতে। টিজার দেখেই আন্দাজ করা যায়, এ ছবিতে রানী কতটা অ্যাকশন নিয়ে আসছেন!

নতুন এ ছবি নিয়ে রানী বলেন, ‘মরদানি’ সিরিজের ছবিগুলো সবসময় আমার হূদয়ের খুব কাছাকাছি থাকবে। অপেক্ষা আছি কবে নতুন এ ছবিটি মুক্তি পাবে। আগের মারদানি ছবি নিয়েও আমি বেশ সাড়া পেয়েছি। এবার তার থেকে আরো বেশি সাড়া পাব বলে আশা রাখি। গতানুগতিক চরিত্রের বাইরে আমার এ চরিত্রটি একবারেই ব্যতিক্রম। বিশেষ করে একজন অভিনেত্রীর কাছে এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা নেহাত সহজ নয়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads