• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘ফেস অব এশিয়া’ ভূমি পেড়নেকর

ছবি : সংগৃহীত

বলিউড

‘ফেস অব এশিয়া’ ভূমি পেড়নেকর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৯

বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম উজ্জ্বল মুখ ভূমি পেড়নেকর। অভিষেক সিনেমাতেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এবার জীবনের প্রথম আন্তর্জাতিক খেতাব ‘ফেস অব এশিয়া’ পেলেন তিনি। দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সবাইকে চমকে দিয়ে ‘ফেস অব এশিয়া’ অ্যাওয়ার্ড জয় করেন এই তারকা।

এ উৎসবে দেড় শতাধিক চলচ্চিত্র নির্মাতা ও তারকা অভিনেতা অংশ নেন। সবার মাঝে এই অ্যাওয়ার্ড লাভ করে উচ্ছ্বসিত ভূমি বলেন, বুসানে দর্শক ও সমালোচকদের দৃষ্টিতে আমার কাজের মূল্যায়ন হওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ ও আবেগে আপ্লুত হয়েছি। এটা আমার প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। তাই আমি এর জন্য অত্যন্ত গর্বিত।

আমি সব সময় এমন সিনেমায় অভিনয় করতে চাই যার কিছু মূল্যবান বক্তব্য আছে। আমি আন্তরিকভাবে সেরা অভিনয়টাই করার চেষ্টা করি। আমি মেধাদীপ্ত সিনেমার অংশ হতে চাই যা ভবিষ্যতেও মানুষ সমাদরে স্মরণ করবে, যোগ করেন তিনি।

ছয় বছর যশরাজ ফিল্মসের সহকারী কাস্টিং পরিচালক হিসেবে কাজ করার পর, এই কোম্পানির হাস্যরসাত্মক ‘দাম লাগা কে হ্যায়শা’ (২০১৫) চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। আর সেখানেই তাক লাগিয়ে দেন ভূমি। কখনো ভাবেননি পর্দায় এসে এতটা জনপ্রিয়তা পাবেন তিনি, তবে এই ছবির পর থেকে তাকে অন্যভাবে চিনেছে মানুষ।

‘দাম লাগাকে হ্যায়শা’ চলচ্চিত্রে স্থূলকায় ‘সন্ধ্যা’ ও ‘টয়লেট: এক প্রেম কাথা’ চলচ্চিত্রের ‘জয়া’-এ দুটি চরিত্রেই অভিনয় করে সুখ্যাতি পেয়েছিলেন ভূমি পেড়নেকর। দর্শকদের স্থূলকায় সন্ধ্যার সঙ্গে জয়ার চরিত্র মেলাতে কষ্ট হলেও এটা সত্য যে, অভিনয়ে জাত চিনিয়েছেন তিনি।

‘দাম লাগাকে হ্যায়শা’ চলচ্চিত্রে তার অভিনয় সমাদৃত হয় এবং তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এরপর ভূমি ২০১৭ সালে ‘টয়লেট: এক প্রেম কথা’ ও ‘শুভ মঙ্গল সাবধান’ ছবিতে নারী চরিত্রে অভিনয় করে আলোচিত হন। পরের ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান।

তার অভিনয় দক্ষতা এতটাই বেশি যে, এই পর্যন্ত ভূমি জিতে নেন ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার, স্ক্রিন পুরস্কার, প্রোডিউসার গিল্ড পুরস্কার, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কার। এছাড়া ‘টয়লেট: এক প্রেম কথা’ চলচ্চিত্রের জন্য তিনি পান ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন পুরস্কার’। এদিকে গেল বছর তাকে দেখা গেছে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজে’।

চলচ্চিত্রে আসার আগে ভূমির ইচ্ছে ছিল এই জায়গায় অনেক বড় হবেন তিনি। তাইতো কিছুদিন আগে পেড়নেকর এক সাক্ষাৎকারে জানান, তিনি নাকি ১২ বছর বয়সে প্রথম তার মাকে এই খবর জানান যে, তিনি অভিনেত্রী হতে চান। কিন্তু তার কথাটিকে একেবারে পাত্তা দেয়নি। তার মতে, আমার পরিবারের কেউ বিষয়টি নিয়ে আর প্রশ্নই তোলেননি। তারা ভেবেছেন, আমি অযথা বকছি। এদিকে যশরাজ ফিল্মসে অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজটা ছিল তার জন্য একটি শিক্ষা ক্ষেত্র। কিন্তু কাজটি সহজ ছিল না বলেও জানান ভূমি। মোকাবেলা করেছেন অনেক প্রতিকূলতার।

তার পরেও যশরাজে কাজ করা অবস্থায় পিছু হটেননি তিনি। অভিনেত্রী হিসেবে দিয়েছেন অনেক অডিশনও। এরই মধ্যে আসে জন্মদিন, পার্টি করছিলেন বন্ধু-পরিবারের সঙ্গে। ওই সময়ই মূলত একটি ফোনকল বদলে দেয় তার জীবনের কাহিনী। যেখানে আসে একটি বড় সুসংবাদ, জানতে পারেন নায়িকা হিসেবেই নির্বাচিত হয়েছেন তিনি। এরপর শুরু হয় ‘দাম লাগাকে হ্যায়শা’র কাজ।

নায়িকা মানেই হতে হবে লম্বা আর রোগা চেহারা, হতে হবে দ্যুতিময় প্রচলিত সেই ধারাকে ভেঙে দিয়েছেন তিনি। তবে চরিত্রে তিনি তার নিজেকে দেখে উপলব্ধি করেন, তাকে বদলাতে হবে। এরপর লেগে যান শরীরচর্চায়। বর্তমানে তিনিও নায়িকাদের মতো রোগা হয়েছেন।

তবে ভূমি নিজেকে দর্শকদের সামনে যেভাবে উপস্থাপন করবেন, দর্শকেরা সেভাবেই তাকে গ্রহণ করবে, সেটাও উপলব্ধি হয় তার। তিনি বুঝতে পেরেছিলেন যে, তিনি সাধারণ কেউ নন। নিজের মাঝে বিদ্যমান অসাধারণত্বকে আবিষ্কার করতে পেরেছিলেন ভূমি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে, নিজেকে পুরোপুরি বদলাবেন এবং তিনি সেটা পেরেছিলেনও।

এ প্রসঙ্গে ভূমি বলেন, নতুনদের মাথা উঁচু করে দাঁড়ানোটা শিখতে হয়। করতে হয় কঠোর পরিশ্রম। এর আগে নিজেকে ভালোবাসতে হয়। এখানে প্রত্যেকটা মানুষই আলাদা। প্রত্যেকেরেই কিছু না কিছু গুণ থাকে, সেটা মানুষের কাছে ফুটিয়ে তুলতে হবে। আর সেই গুণ দিয়েই হয়ে উঠতে হবে অসাধারণ। আর কেউ যদি তার নিজের মাঝে থাকা, ‘অসাধারণত্ব’কে জাগাতে না পারে, তাহলে সে কখনো নিজেকে ভালো জায়গায় দাঁড় করাতে পারবে না, এমনটা মনে করেন ভূমি পেড়নেকর।

বড় পর্দায় নিজেকে নতুন নতুন রূপে চেনাতে পছন্দ করেন ভূমি। তার আগামী সিনেমা ‘ষাঁড় কি আঁখ’ চলতি বছরের ২৫ অক্টোবরে মুক্তি পাবে। সিনেমাটিতে ষাটোর্ধ্ব এক নারী শুটারের চরিত্রে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads