• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

বলিউড

শুটিংয়ে জ্ঞান হারালেন গেহানা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৯

টানা ৪৮ ঘণ্টা আরেকটি ওয়েব সিরিজের শুটিং করে অসুস্থ হয়ে পড়েন ছোটপর্দা ও বড়পর্দার অভিনয়শিল্পী গেহানা বশিষ্ঠ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাইয়ের মধ্য আইল্যান্ড এলাকায় শুটিংয়ের সময় হঠাৎ হূদরোগে আক্রান্ত হন ৩১ বছর বয়েসী এই অভিনেত্রী। মুহূর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

গেহানা বশিষ্ঠকে দ্রুত মালাদ এলাকার রক্ষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার জ্ঞান ছিল না। রক্তচাপ খুব কম ছিল। আর হূদযন্ত্র একেবারেই কাজ করছিল না। তাই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে ভেন্টিলেটর মেশিন এবং জীবনরক্ষাকারী অন্যান্য যন্ত্রের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হয়। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার হাসপাতালের চিকিৎসক প্রণব কাবরা জানিয়েছেন, দীর্ঘ সময় টানা শুটিং, শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, পাশাপাশি না ঘুমানো আর নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস— সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গেছে। শুটিং ইউনিট থেকে জানা গেছে, তিনি কোনো ওষুধ খেয়েছিলেন আর সঙ্গে এনার্জি ড্রিংক খেয়েছিলেন। তাতেই সঙ্গে সঙ্গে বিপত্তি ঘটেছে।

তিনি আরো জানিয়েছেন, গেহানা বশিষ্ঠের চিকিৎসার জন্য এরই মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের সদস্যরা এরই মধ্যে গেহানা বশিষ্ঠের প্রয়োজনীয় পরীক্ষা করিয়েছেন। সেসব পরীক্ষার প্রতিবেদনও তাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে তারা চিকিৎসা দিচ্ছেন। কিন্তু চিকিৎসায় যতটা সাড়া প্রয়োজন, ততটা পাওয়া যাচ্ছে না।

গেহানা বশিষ্ঠ প্রথম অভিনয় করেন ‘ফিল্মি দুনিয়া’ ছবিতে। এরপর তিনি হিন্দি ও তেলেগু ভাষার অনেক ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন টিভি সিরিয়াল ও ৭০টি উল্লেখযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads