• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বলিউড

ফরাসি বইয়ের প্রচ্ছদে ঐশ্বরিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৯

বলিউডের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। বর্তমানে যিনি বচ্চন পরিবারের পুত্রবধূ। কয়েক বছর আগে একটি ফুলের নামকরণ করা হয়েছিল হিন্দি সিনেমার এই সুপারস্টারের নামে। এ কথা কম-বেশি সবারই জানা।

নতুন খবর হচ্ছে, এবার বিশ্ব ইতিহাস এবং জনপ্রিয় সংস্কৃতির মধ্যে দিয়ে হাইস্কুলের শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর জন্য ফরাসি ওয়ার্কবুকের প্রচ্ছদে ব্যবহার করা হলো ভারতীয় সুন্দরীর মুখ। সেই সঙ্গে রয়েছে তাজমহলও।

ফরাসি ওয়ার্কবুকে শুধু ঐশ্বরিয়ার সুন্দর মুখটিই নয়, তাকে নিয়ে কয়েকটি প্রশ্নও রয়েছে। পাঠ্যপুস্তকে নলিউড ও বলিউড নামে একটি অধ্যায়ও রয়েছে। রয়েছে বলিউডের আরেক সুন্দরী ও আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়েও কিছু প্রশ্ন।

গত অক্টোবরে সারা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘মেলাফিসেন্ট : মিস্ট্রেস অব এভিল’র হিন্দি সংস্করণ। যেখানে জোলির চরিত্রে কণ্ঠ দিয়েছেন ঐশ্বরিয়া রাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads