• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বলিউড

বার্থডে বয় সালমান খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৯

আজ ৫৪ বছরে পা দিলেন বলিউডের সুলতান, বার্থডে বয় সালমান খান। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর তিনি ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। ভক্তরা গতকাল রাত থেকেই প্রিয় তারকার বাসার বাইরে ভিড় জমিয়েছেন। কিন্তু মুম্বাইয়ের পানভেলের বাড়িতে এবারের জন্মদিন কাটাবেন না ভাইজান।

বলিউড সূত্রের খবর, বান্দ্রায় ছোট ভাই সোহেল খানের অ্যাপার্টমেন্টে জন্মদিন কাটাবেন সালমান খান। কারণ ছোট বোন অর্পিতা খান সেখানেই রয়েছেন। অর্পিতা অভিনেতা আয়ূষ শর্মার স্ত্রী। দ্বিতীয়বারের মতো তিনি মা হতে চলেছেন। তাই এবারের জন্মদিনটা বোনের সঙ্গেই কাটাতে চান সালমান। সে কারণেই বার্থডে প্ল্যানে এমন বদল।

সোহেল খানের অ্যাপার্টমেন্টেই হচ্ছে সালমানের জন্মদিনের পার্টি। সেখানে অতিথি তালিকায় রয়েছেন বলিউড বাদশাহ ও সালমানের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান, সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান, ড্যান্স কোরিওগ্রাফার ও পরিচালক প্রভুদেবা এবং সোনাক্ষী সিনহাসহ অনেকে।

সদ্য মুক্তি পেয়েছে সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং থ্রি’। ভারতের তিন হাজার স্ক্রিনে চলছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত এ ছবিটি। গত শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমাটি এখন বক্স অফিস কাঁপাচ্ছে। মুক্তির দিনই ছবিটি আয় করেছে ২৪ কোটি রুপি। তৃতীয় দিনে ছবিটির আয় দাঁড়ায় ৭৫ কোটি রুপি। মুক্তির চতুর্থ ও পঞ্চম দিনেই ভালো ব্যবসা করেছে ছবিটি।

সালমান খানের প্রযোজনা সংস্থার অফিশিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়েছে, ‘দাবাং থ্রি’ সালমানের ১৫তম সিনেমা, যেটি শত কোটির মাইলফলক স্পর্শ করল। হিন্দি ভাষার পাশাপাশি কন্নড়, তামিল ও তেলেগুতেও ডাবিং করা হয়েছে ছবিটি।

এর আগে ‘দাবাং’য়ের দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পান্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেমা দর্শক। তবে চুলবুল পান্ডে এই দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হয়ে ওঠার নেপথ্যের কাহিনী দেখানো হচ্ছে এই পর্বে।

২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

গোটা ভারতে এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন চলছে। সেখানকার জনজীবন বিপর্যস্ত। কোথাও কোথাও শহর অচল। এমন পরিস্থিতিতে এর আগে সালমানের কোনো ছবি মুক্তি পায়নি। তাই ভাইজানের চাওয়া কোনো ভক্ত বা সাধারণ মানুষ যেন এই পরিস্থিতিতে দুর্ঘটনার শিকার না হন। কারণ অর্থের চেয়ে মানুষের নিরাপত্তাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ক্যারিয়ারের শুরু থেকেই ভারতীয় চলচিত্রে দাপুটে এ অভিনেতা বলিউডের জনপ্রিয় তিন খানদের অন্যতম।

১৯৮৮ সালে ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে তার চলচিত্রে যাত্রা শুরু হয়। এক বছর পরেই ‘ম্যায়নে পিয়ার কিয়া’ নামের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পান এবং সে সময় ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ বলিউড সুপারস্টারকে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচিত্রগুলো হলো সাজান, হাম আপকে হ্যায় কৌন, করণ-অর্জুন, বিবি নাম্বার ওয়ান, হাম দিল দে চুকে সানাম, তেরে নাম, পার্টনার, বডিগার্ড, দাবাং, রেডি, বজরঙ্গী ভাইজান, সুলতান, টাইগার জিন্দা হ্যায় অন্যতম।

২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসেবে সালমান খানের মোমের মূর্তি স্থাপিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads