• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বলিউড

ওয়েব সিরিজে ভূমিকা চাওলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৯

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দার বাইরে ভারতীয় ভারতীয় অভিনেত্রী ভূমিকা চাওলা। ২০০০ সালে তেলেগু ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেও আহামরি কোনো সাড়া ফেলতে পারেননি এ তারকা। বলিউডে এসে সালমান খানের বিপরীতে ‘তেরে নাম’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন। তারপর দীর্ঘদিন ধরে অনুপস্থিত ভূমিকা। এবার নতুন করে দর্শকদের সামনে আসছেন এই অভিনেত্রী।

তবে সিনেমার মাধ্যমে নয়, প্রথমবার তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। হরর ঘরানার ‘ভ্রম’ নামে এ ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে দেখা যাবে এই অভিনেত্রীকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, ‘এই ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে দেখা যাবে ভূমিকা চাওলাকে। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় ভূমিকা জানান, যদি গল্প ডিমান্ড করে তবে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই তার।’

হিন্দি ভাষার এই ওয়েব সিরিজ পরিচালনা করবেন সংগীত শিবান। এতে আরো অভিনয় করবেন কল্কি কাচলিয়েন, সঞ্জয় সুরি, এজাজ খান, চন্দন রায়, সত্যদ্বীপ মিশরা প্রমুখ।

এ বিষয়ে ভূমিকা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তন এসেছে। দর্শকের চাহিদা ও রুচিতেও এসেছে বিরাট রদবদল। এই চাহিদা মেটাতে অনেক নতুন নতুন ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। এর মধ্যে অনেক ওয়েব সিরিজ প্রশংসাও পেয়েছে। এসব ওয়েব সিরিজে অনেক খ্যাতিমান তারকা অভিনয় করছেন। তাদের অনুপ্রেরণাতেই প্রথমবার কাজ করছি। গল্প ও চরিত্রের প্রয়োজনেই কিছুটা খোলামেলা হতে হচ্ছে। তবে অশ্লীলতা কিংবা মোটেও ভালগারের দায়ে অভিযুক্ত হবে না আশা করি। আমার বিশ্বাস, এই ওয়েব সিরিজটা ভালো লাগবে সব ধরনের দর্শকের কাছে।’

ভূমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রুলার’। তেলেগু ভাষার এ সিনেমায় আরো অভিনয় করেছেন নান্দামুড়ি বালাকৃষ্ণা, বেদিকা, সোনালি চৌহান প্রমুখ। কে এস রবি কুমার পরিচালিত এ সিনেমা গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে এ প্রতিবেদনে জানা যায়।

অন্যদিকে ‘ভ্রম’ ওয়েব সিরিজের পাশাপাশি তামিল ভাষার একটি সিনেমার কাজ ভূমিকার হাতে রয়েছে। এতে আরো অভিনয় করছেন স্টালিন, আতমিকা, সতীশ প্রমুখ। আগামী বছর এটি মুক্তি পাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads