• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

বলিউড

কঙ্গনার ‘পাঙ্গা’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০১৯

গত সোমবার মুক্তি পেল বলিউডের নতুন ছবি ‘পাঙ্গা’র ট্রেইলার। আর ট্রেইলারে এমন সাদামাটা লুকেই প্রশংসায় ভাসছেন ‘মণিকর্নিকা’ এ তারকা।

ছবিতে দেখা যায়, জয়া নিগম একজন ভারতীয় অধিনায়ক। দুর্দান্ত এক কাবাডি খেলোয়াড়, যিনি কিনা সময়ের সঙ্গে পাল্টে ফেলেছেন তার জীবন। বিয়ের পর প্রায় সব মেয়ের জীবনেই অল্পবিস্তর পরিবর্তন আসে। জয়ার জীবনেও তার অন্যথা হয়নি। একসময়কার দুরন্ত কাবাডি খেলোয়াড় নিজের স্বপ্ন ও ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে তিনি এখন কারো স্ত্রী, কারো মা। সেই নারীই যখন জীবনের দ্বিতীয়ার্ধে দ্বিতীয়বারের জন্য সুযোগ পান, তখন? তিনি কি ফিরতে পারবেন আগের ফর্মে, নাকি ময়দান ছেড়ে চলে যেতে হবে তাকে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘পাঙ্গা’ ছবিতে।

চলতি বছরই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল কঙ্গনার ‘মণিকর্নিকা’। তিনি বোধহয় পরের বছরও এই একই ট্রেন্ড অনুসরণ করতে চান। কারণ ২০২০ সালের সাধারণতন্ত্র দিবসের শ্লট তিনি ইতোমধ্যেই বুক করে ফেলেছেন তার আসন্ন ছবি ‘পাঙ্গা’র জন্য।

ছবিতে কঙ্গনাকে দেখা যায়, জয়া নিগম নামে একটি সাধারণ গৃহবধূর চরিত্রে। যিনি একসময় নামকরা কাবাডি খেলোয়াড় ছিলেন। আর এ খেলার কোটাতেই চাকরি পান রেল কর্মকর্তার। তবে তার জীবনে কাবাডি এখন অতীত। পুরোদস্তুর গুছিয়ে সংসার করছেন। প্রত্যেক মায়েরই কিছু না কিছু স্বপ্ন থাকে নিজের জীবনে। স্ত্রী, মা, মেয়ে-বউমার বাইরেও তাদের যে কিছু পরিচিতি থাকে, অশ্বিনী আইয়ারের এ ছবি সে কথাই আরো একবার বলবে। অন্তত এমন ইঙ্গিতই দিল ছবিটির ট্রেইলার।

২০১৮ সালেই ‘পাঙ্গা’র কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এতে কঙ্গনার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন জসসি গিল। পরিচালনায় অশ্বিনী আইয়ার তিওয়ারি। এর আগে যিনি ‘বরেলি কি বরফি’ পরিচালনা করেছেন। এ ছবি বলবে এক মেয়ের জীবনের দ্বিতীয় সুযোগ পাওয়ার কাহিনী। ছবিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিচা চড্ডা এবং নিনা গুপ্তা। দিল্লি, কলকাতা, উত্তর প্রদেশ শুটিং হওয়া ‘পাঙ্গা’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ জানুয়ারি।

ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর প্রায় তিন বছর পর তার বায়োপিক তৈরি করার হিড়িক পড়েছে বলিউডে। এ পর্যন্ত পাঁচটি বায়োপিকের খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পরিচালক গৌতম বাসুদেব মেনন এবং এএল বিজয়ের ‘থালাইভি’ ছবিটি নিয়ে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য চূড়ান্ত হয়েছেন কঙ্গনা রানৌত। কঙ্গনা রানৌত বলিউডে কোনো বিষয়ে মুখ খুললেই তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। কিছুদিন আগে জীবনের প্রথম চুমু খাওয়ার ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন কঙ্গনা রানৌত। তবে সেই অভিজ্ঞতা যে মোটেই মধুর নয়, তা-ও নির্দ্বিধায় জানিয়েছেন তিনি।

কঙ্গনা বলেন, আমার প্রথম চুম্বন মোটেই স্বর্গীয় ছিল না। বরং পুরো বিষয়টাই যেন অগোছালো ছিল। ১৬-১৭ বছর বয়সে আমি প্রথম সম্পর্কে জড়াই। আমি তখন চণ্ডীগড়ে থাকতাম। আমার এক বন্ধু ডেটে গিয়েছিল। ওর প্রেমিকের বন্ধুর সঙ্গে আমি সম্পর্কে জড়াই। সেই কিউট পাঞ্জাবি পুরুষের বয়স তখন ২৮। আর আমি ১৬-১৭।

কিন্তু সেই প্রেমের শেষটা মোটেই সুখের ছিল না কঙ্গনার জন্য। মন ভেঙেছিল কঙ্গনার। তিনি বলেন, ও আমার দিকে তাকিয়ে বলেছিল, তুমি তো বাচ্চা। ও বুঝেছিল এই খেলাটায় আমি নতুন। আমার মন ভেঙেছিল। আমি ওকে মেসেজ করতাম, আমায় একটা সুযোগ দাও। আমি বড় হয়ে যাব।

শুধু প্রথম প্রেমই নয়, প্রথম ক্রাশের কথাও বললেন কঙ্গনা। রিভালভার রানির প্রথম ক্রাশ ছিলেন তারই এক শিক্ষক। তিনি বলেন, প্রথম এক শিক্ষকের প্রেমে পড়েছিলাম। ১৫-১৬ বছর বয়সে ছেলেদের সেভাবে গোঁফও ওঠে না। তাই আমার এক শিক্ষককেই ভালো লেগেছিল। আমি তখন নবম শ্রেণিতে পড়ি। তখন ‘চাঁদ ছুপা বাদল মে’ গানটি বেরিয়েছিল। আমি একটা ওড়না নিয়ে নাচতাম আর ওনার কথা ভাবতাম।

কয়েক বছর ধরেই কঙ্গনা রানৌত বলিউডের চর্চিত বিষয়। তিনি যে চরিত্রেই অভিনয় করেন না কেন, শতভাগ উজাড় করে দেন। ভিন্ন ভিন্ন সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে দর্শকদের মুগ্ধতার চাদরে মুড়িয়েছেন বহুবার। সর্বশেষ চমকে দিয়েছিলেন ‘মেন্টাল হ্যায় কেয়া’ সিনেমায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads