• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বলিউড

‘মালাং’র লুকে রহস্যময়ী দিশা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২০

পরিচালক মোহিত সুরির সিনেমা ‘মালাং’-এর ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি। ট্রেইলারের শুরু থেকে শেষ অব্দি দেখানো হয়েছে গা ছমছম করা দৃশ্য। পরিচালক পুরো ট্রেইলারকে রহস্যজালে মুড়িয়ে প্রকাশ্যে এনেছেন। বিভিন্ন দৃশ্যের ক্ষণে ক্ষণে দিশা পাটানির সঙ্গে আদিত্য রায় কাপুরের অন্তরঙ্গ প্রেম নজর কেড়েছে সবার। মালং ছবিতে দিশা ও আদিত্য ছাড়া আরো অভিনয় করেছেন অনিল কাপুর এবং কুনাল খেমুর। অল্প সময়ের ট্রেইলার দেখে স্বাভাবিকভাবেই বোঝা গেছে খুন করা কারো নেশা, কারো পেশা আবার কারো অভ্যাস। তবে দিশা পাটানির এমন লুক সবাইকে অবাক করেছে।

এতে কাপুরের সঙ্গে দিশা পাটানির বন্য প্রেমকে যেমন তুলে ধরা হয়েছে, তেমনি প্রশিক্ষিত খুনির মতো শিরশিরে গলায় হুমকি দিতে শোনা গেছে কুনাল খেমুকে। পাশাপাশি দরাজ গলায় বুক চিতিয়ে হুমকি দিতে দেখা যায় অনিল কাপুরকেও কিন্তু কী কারণে সিনেমার ওই চার অভিনেতা খুন করতে যাচ্ছেন এবং কাদের ওপর প্রতিশোধ নিতে চাইছেন, মালাং-এর ট্রেইলার থেকে সে বিষয়ে কিছুই স্পষ্ট হয়নি। ফলে পুরো গল্প জানতে হলে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মালাং।

এর আগে চারভাগে সামনে এসেছে মালাং-এর পোস্টার। কখনো দিশা-আদিত্যের প্রেমের ছবি উঠে এসেছে পোস্টারে, আবার কখনো অনিল কাপুর, কখনো কুনাল খেমুর ছবি দিয়ে পোস্টার প্রকাশ্যে এসেছে। আবার কখনো আদিত্য, দিশা, অনিল কাপুর এবং কুনাল খেমুকে একসঙ্গে একই পোস্টারে দেখা যাচ্ছে। এর মধ্যে দিশা তারা নতুন বছরের যাত্রা শুরু করতে যাচ্ছে। গত বছর দিশা বলিউডজুড়েই ছিলেন আলোচনায়। সুপারস্টার সালমান খানের সঙ্গে ভারত সিনেমার আইটেম গানে নেচে উঠে আসেন লাইম লাইটে।

তবে সম্প্রতি মারাত্মক এক ভুল করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির পাত্রী হয়েছেন দিশা। ইনস্টাগ্রামে তিনি একটি বাণিজ্যিক পোস্ট করতে গিয়ে ভুলে এর সঙ্গে জুড়ে দেন বিজ্ঞাপনী সংস্থার পাঠানো অনুরোধের বার্তাও। আর তা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পড়ে যায়। বলিউড অভিনেত্রী দিশা পাটানির বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

দিশা একটি মোবাইল ফোনের পণ্যদূত হিসেবে কাজ করছেন। সেই ফোনের নতুন একটি মডেল এসেছে বাজারে। এটি প্রচার করতেই দিশা ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করেন একটি ভিডিও। সেই সঙ্গে জুড়ে দেন ফোনটি নিয়ে অনেক প্রশংসামূলক কথা। এ ধরনের প্রচারণার জন্য তারকারা ইদানীং বেশ মোটা অঙ্কের সম্মানী পান। তবে বিষয়টি এমনভাবে সাজানো হয় যে একে কোনোভাবে প্রচারণামূলক কোনো পোস্ট বলা যায় না। তবে দিশা পাটানি যে ভুল করেছেন, এরপর আর এটা যে নিছক অর্থের বিনিময়ে প্রচার, তা বলার অপেক্ষা রাখে না। ফোনটি নিয়ে ক্যাপশনে অনেক প্রশংসামূলক লেখার শুরুতে দিশার পোস্টে দেখা যায় একটি অনুরোধ বার্তা। তাতে লেখা ছিল, ‘হেই দিশা, আপনাকে একটি ভিডিও পাঠাচ্ছি। আরো ভালো মানের কিছু ভিডিও পাঠাচ্ছি। তবে আপাতত এই ভিডিওটাই আপলোড করুন। চুক্তি অনুযায়ী ক্যাপশন যেন নিচেরটাই হয়, সেই অনুরোধ থাকল।’ এরপরই শুরু হয় মোবাইল ফোনের ব্র্যান্ডটি নিয়ে প্রশংসার স্তুতি।

সেই অনুরোধ বার্তাসহ দেওয়া পোস্টটি অবশ্য এখন দিশা তার পাতা থেকে মুছে ফেলেছেন। কিন্তু কেউ কেউ ‘স্ক্রিনশট’ নিয়ে সেই ভুলকে এরই মধ্যে অমর করে ফেলেছেন। অনেকে ঠাট্টা করে স্ক্রিনশটটি পোস্ট করে লিখেছেন, ‘শুধু কপি আর পেস্ট করার মেধা থাকলেই প্রচারণা চালানো যায় না। একটু মগজও থাকা লাগে।’ ক্যারিয়ার বয়স খুব বেশি না হলেও দিশা কাজ করছেন একজন পরিপক্ব শিল্পীর মতোই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads