• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পাঠ্যবইয়ে হৃতিক রোশন

সংগৃহীত ছবি

বলিউড

পাঠ্যবইয়ে হৃতিক রোশন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

না স্টার কিডের সুবিধা সেভাবে কখনওই পাননি, বরং কঠিন পরিশ্রম করে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। স্পিচ প্রবলেমে ভুগতে থাকা এক কিশোর থেকে হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির গ্রিক গড৷ তিনি হৃতিক রোশন।

ছোটবেলা থেকেদই হৃতিকের কথা বলার সমস্যা ছিল, অসম্ভব তোতলাতেন তিনি। কিন্তু নিজের চেষ্টাতেই সেসব কাটিয়ে ওঠেন। ১৩ বছর বয়স থেকে দিনের পর দিন এর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। স্পিচ থেরাপিস্টের পরামর্শ পালন করেছেন অক্ষরে-অক্ষরে৷ নিজে নিজের কথা রেকর্ড করতেন, উচ্চারণ শুনতেন, উচ্চারণ মনের মতো না হলে আবার রেকর্ড করতেন। এভাবেই চলেছে দিনের পর দিন৷ তারপর ২০০০ সালে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র দুনিয়ার নায়ক হিসেবে।

এই কঠিন লড়াই যেকোনও মানুষকেই উদ্যম ও উৎসাহ দিতে পারে, এই ভেবেই তামিলনাড়ুর ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইতে স্থান পেয়েছে তাঁর জীবন কাহিনী। সম্প্রতি হৃতিকের এক ফ্যানের টুইট থেকে আবিষ্কার হয় পুরো ব্যাপারটা।

সূত্র : আনন্দলোক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads