• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খানের মৃত্যু

ফাইল ছবি

বলিউড

বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খানের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ জুন ২০২০

বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদের ওয়াজিদ খান মারা গেছেন। আজ সোমবার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন ৪২ বছর বয়সী এ সংগীত পরিচালক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এ কণ্ঠশিল্পীর শরীরে সম্প্রতি করোনাভাইরাস শনাক্ত হয়।

ওয়াজিদ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গায়ক সোনু নিগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওয়াজিদ ও তার ভাই সাজিদ খানের সাথে একটি পুরোনো ছবি পোস্ট করে লেখেন, ‘আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেছে।’

জনপ্রিয় সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটি কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অর্জন করেছে ফিল্মফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ড, গিল্ড অ্যাওয়ার্ড, মিরচি মিউজিক অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার।

‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘বীর’, ‘পার্টনার’সহ জনপ্রিয় অনেক বলিউড সিনেমার গানের সফল পরিচালক ছিলেন ওয়াজিদ খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads