• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বাজেট বাস্তবায়নে অর্থছাড় প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করার সুপারিশ

সংরক্ষিত ছবি

বাজেট

বাজেট বাস্তবায়নে অর্থছাড় প্রক্রিয়া আরো দ্রুত করার সুপারিশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে ২০১৮

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাজেট বাস্তবায়নে অর্থছাড় প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করার সুপারিশ করা হয়েছে। 
কমিটির সভাপতি ড. মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় বাজেট বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং অর্থছাড় প্রক্রিয়ার জটিলতার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয় বলে এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য নাজমুল হাসান, মোস্তাফিজুর রহমান, মো. আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন এবং আখতার জাহান সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির বিগত বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, একই ফিডার পদধারী কনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীর বেতন সমতাকরণ এবং বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের বীমার ম্যাচুরিটি চেক না পাওয়া প্রসঙ্গে আলোচনা করা হয়। 
সভায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাজেটের আকার বিপুল বৃদ্ধির পাশাপাশি বাজেট বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিগত পাঁচ বছরে সংশোধিত বাজেটের তুলনায় মোট বাজেট বাস্তবায়নের হার ৮৪ দশমিক ৫ শতাংশ হতে ৯২ দশমিক ৮ শতাংশের মধ্যে এবং এডিপি ব্যয় ৮৯ দশমিক ৯ শতাংশ হতে ৯৩ শতাংশের মধ্যে।

বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২০১৭ সালের বীমার ম্যাচুরিটির দাবি পরিশোধের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ।
কয়েকটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহক হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণার প্রতিকার করতে কমিটি একটি গণশুনানির আয়োজনের সুপারিশ করে।

সভায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসার পর ঢালাওভাবে ব্যাপক হারে ঋণদান করার বিষয়টি খতিয়ে দেখে যেকোনো আর্থিক বিপর্যয়ের হাত থেকে ব্যাংকটিকে রক্ষার বিষয়ে সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করা হয়।

কমিটি একই ফিডার পদধারী কনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীর বেতন সমতাকরণ প্রক্রিয়া দ্রুত সমাধানের পরামর্শ দিয়েছে ।

সভায় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads