• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট

জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ছবি : সংগৃহীত

বাজেট

৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

আগামী অর্থবছরের (২০১৮-১৯) জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার মূল বাজেট মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮.৩ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল জিডিপিরি ১৮ শতাংশ। 

জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার বাজেট উপস্থাপন করলেন ৮৫ বছর বয়সী মুহিত।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা যাবে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads