• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বাড়ছে না করমুক্ত আয়সীমা

আয়কর মেলায় রিটার্ন পূরণ করছেন এক করদাতা

পুরোনো ছবি

বাজেট

বাড়ছে না করমুক্ত আয়সীমা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

আগামী অর্থবছরের (২০১৮-১৯) জন্য ব্যক্তির (সাধারণ) করমুক্ত আয়সীমা বাড়াছে না। চলতি অর্থবছরের (২০১৭-১৮) মতো এবারও ব্যক্তির করমুক্ত আয়সীমা নির্ধারণ আড়াই লাখ টাকা থাকছে। অর্থাৎ কোনো ব্যক্তির আয় আড়াই লাখ টাকা ছাড়ালেই তাকে আয়কর দিতে হবে।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়।

জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুরে আগামী অর্থবছরের জন্য বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী। 

প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতার শ্রেণির ২ লাখ ৫০ হাজার, মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের ৩ লাখ, প্রতিবন্ধীদের ৪ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধাদের জন্য ৪ লাখ ২৫ হাজার টাকা করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads