• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দাম বাড়তে পারে যেসব পণ্যের

বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে চলতি বাজেটে

প্রতীকী ছবি

বাজেট

দাম বাড়তে পারে যেসব পণ্যের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে। ফলে এ সব পণ্যের দাম বাড়ছে আগামী বছরে।

সব ধরনের তামাকজাত পণ্য ও সিগারেটের দাম বাড়ার পাশাপাশি বাড়ছে ই-কমার্স ব্যবসা ও তথ্যপ্রযুক্তি সেবার দাম। ফলে অনলাইন থেকে কেনাকাটায় পণ্যের দাম বাড়তে পারে। এছাড়াও সুপার শপ থেকে কেনাকাটায় কর ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

মোবাইল ও ব্যাটারি–চার্জার, ২০০০ ভোল্ট পর্যন্ত ইউপিএস ও আইপিএস, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ল্যাম্প হোল্ডারের দাম বাড়বে, বাইসাইকেল তৈরি সরঞ্জাম, এনার্জি ড্রিংক, প্রসাধনসামগ্রী, শেভিং সামগ্রী, পারফিউম, সুগন্ধযুক্ত বাথ সল্ট ও অন্যান্য গোসলসামগ্রী, সিগারেট -বিড়ির পেপার, সিরামিকের বাথটাব, জিকুজি শাওয়ার, শাওয়ার, আলট্রা ভায়োলেট ফিলামেন্ট ল্যাম্প, পলিথিন ব্যাগ ও প্লাস্টিক ব্যাগ, মধু, চুইংগাম, সুগার কনফেকশনারি, চকলেট কোকোযুক্ত খাবার, বাদাম , রেফ্রিজারেটর তৈরির উপকরণ, প্রিন্টেড স্টিল শিট, কপার টিউব, হাইড্রলিক ব্রেক ফ্লুইড ও হাইড্রলিক ট্রান্সমিশন পণ্য, কাশ্মীরি শাল, চুলের ক্লিপ ও চুল পড়া কমানোর মেডিসিন ইত্যাদির দাম বাড়ছে চলতি বাজেটে।

এছাড়াও হেলিকপ্টার সেবার উপর সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। মদ, বিয়ারে সম্পূরক শুল্ক বৃদ্ধি ও জর্দা-গুলের দাম নির্ধারণ করে দেয়া হচ্ছে চলতি বাজেটে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা যাবে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads