• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মন্ত্রিসভায় বাজেট অনুমোদন

ছবি: পিআইডি

বাজেট

মন্ত্রিসভায় বাজেট অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুন ২০১৯

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এক বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ও মন্ত্রিপরিষদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

আজ সংসদে প্রায় সোয়া পাঁচ লাখ কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে বাজেট উপস্থাপন শুরু করবেন তিনি।

গত জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মুস্তফা কামাল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট তুলে ধরবেন। যা সার্বিকভাবে দেশের ৪৮তম এবং আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট হতে যাচ্ছে। একাদশ সংসদে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট এটি।

২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০০৯-১০ থেকে ২০১৮-১৯ টানা ১০ অর্থবছর বাজেট পেশ করেছেন। গত বছরের ৭ জুন মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার সবশেষ বাজেট পেশ করেন।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সর্ববৃহৎ জাতীয় বাজেট প্রস্তাব করতে যাচ্ছে।

আগামী অর্থবছরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ১৭.৯২ শতাংশ বেশি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আহরণের দায়িত্ব পাচ্ছে। এনবিআর-বহির্ভূত রাজস্বের লক্ষ্যমাত্রা সাড়ে ১৪ হাজার কোটি টাকা। কর-বহির্ভূত খাত থেকে আহরণ করা হবে ৩৭ হাজার ৭১০ কোটি টাকা। আর বিদেশি অনুদান হিসেবে আসবে ৪ হাজার ১৬৮ কোটি টাকা।

সবচেয়ে বেশি ৬৯ হাজার ২৬০ কোটি টাকা ব্যয় হবে সরকারি কর্মীদের বেতন-ভাতার পেছনে।

উন্নয়ন বাজেট হবে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ২১.৩৮ শতাংশ বেশি।

বাজেটে থাকা ঘাটতি ১ লাখ ৪১ হাজার ২১২ কোটি টাকা পূরণে সরকার বিদেশি উৎস থেকে ৬৩ হাজার ৮৪৮ কোটি এবং দেশি উৎস থেকে ৭৭ হাজার ৩৬৩ কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads