• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বরাদ্দ বেড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে

ছবি : সংগৃহীত

বাজেট

বরাদ্দ বেড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুন ২০১৯

নতুন অর্থবছরের ২০১৯-২০ প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বেড়েছে। এ খাতে ৯ হাজার ৯৭১ কোটি টাকা বরাদ্দ রাখা হবে, যা মোট বাজেটের ১.৮৯ শতাংশ। গত বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ৭১৭ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে জন্য এ খাতে বরাদ্দ বেড়েছে ১৫৪ কোটি টাকা।

শারীরিক অসুস্থতার কারণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুরোধে বাজেট উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি যতটুকু পড়তে পেরেছি বাকিটুকু প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। উনি পড়ে দেবেন।

পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতিক্রমে বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তার প্রথম বাজেট।

এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

গতকাল বেলা ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রস্তাবিত বাজেট পাস হবে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads