• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সুদ পরিশোধে যাবে ৫৭ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

বাজেট

সুদ পরিশোধে যাবে ৫৭ হাজার কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুন ২০১৯

২০১৯-২০ অর্থবছরের বাজেট অতীতের সব রেকর্ড ভেঙেছে। বিশাল এই বাজেট দিয়ে সবার জন্য সুখবর রাখতে চেষ্টা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বাজেটে বড় অর্থ ব্যয় করতে হবে সরকারকে ঋণের সুদ পরিশোধে। প্রস্তাবিত মোট ব্যয়ের ১০ দশমিক ৯ শতাংশ যাবে ঋণের সুদ পরিশোধ করতে। 

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন তাতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে, এর মধ্যে ৫৭ হাজার ৭০ কোটি টাকা যাবে বিভিন্ন উৎস থেকে সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধে, যা চলতি বাজেটে প্রস্তাব করা হয়েছিল ৫১ হাজার ৩৪০ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে করা হয়েছে ৪৮ হাজার ৭৪৫ কোটি টাকা।

পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বাজেটের থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি যাবে সুদ পরিশোধে। আর সংশোধিত বাজেট থেকে নতুন অর্থবছরে এই খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা বেশি।  

২০১৭-১৮ অর্থবছরে সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয় ৪১ হাজার ৪৬২ কেটি টাকা। সে হিসেবে দুই বছরের ব্যবধানে এই খাতে ব্যয় বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা।

সুদ পরিশোধের এই অর্থ যায় মূলত দুটি উৎসের বিপরীতে। একটি অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের বিপরীতে সুদ। অন্যটি বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণের সুদ। প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎসের ঋণের সুদ বাবদ যাবে ৫২ হাজার ৭৯৭ কোটি টাকা। আর বৈদেশিক উৎস থেকে যেসব ঋণ নেওয়া হয়েছে তার বাবদ যাবে ৪ হাজার ২৭৩ কোটি টাকা। 

অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন তাতে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে মোট বাজেটের (পরিচালন ও উন্নয়ন) ১০ দশমিক ৯ শতাংশ যাবে সুদ পরিশোধে। চলতি অর্থবছরে এই খাতে যে ব্যয় ধরা হয় তা মোট বাজেটের  ১১ দশমিক ১ শতাংশ।

আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট ঘোষণা করেছেন  ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার। ঘোষিত বাজেটের পরিচালন বাজেটের সর্বোচ্চ ব্যয় ধার্য করা হয়েছে জনপ্রশাসন খাতের জন্য ১৮ দশমিক ৫ শতাংশ। এরপর শিক্ষা খাতে ১৫ দশমিক ২ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে ১২ দশমিক ৪ শতাংশ। এর পরেই রয়েছে সুদ পরিশোধে।

গতকাল অর্থমন্ত্রী চলতি অর্থবছরের জন্য সংশোধিত বাজেট উপস্থাপন করেছেন, যার মোট আকার দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। সেখানে তিনি বলেছেন, চলতি অর্থবছরে সুদ পরিশোধে সরকারে ব্যয় ৪৮ হাজার ৭৪৫ কোটি টাকা। এই অর্থের ৪৫ হাজার ২৭৮ কোটি টাকা যাবে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে। আর বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধে চলতি অর্থবছরে সংশোধিত বরাদ্দ ৩ হাজার ৪৬৭ কোটি টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads