• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
স্বাস্থ্য খাতে বরাদ্দ ১৯ হাজার ৯৪৫ কোটি টাকা

ছবি : সংগৃহীত

বাজেট

স্বাস্থ্য খাতে বরাদ্দ ১৯ হাজার ৯৪৫ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুন ২০১৯

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৯ হাজার ৯৪৫ কোটি টাকা, যা গত বছরের প্রস্তাবিত বাজেট থেকে ১৭৮৬ কোটি টাকা বেশি।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় ধরা হয়েছিল ১৮ হাজার ১৫৯ কোটি টাকা। তবে ২০১৯-২০-এর প্রস্তাবিত বাজেটে ১৭৮৬ কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় ১৯ হাজার ৯৪৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

এদিকে শারীরিক অসুস্থতার কারণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুরোধে বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি যতটুকু পড়তে পেরেছি বাকিটুকু মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। উনি পড়ে দেবেন।

পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতিক্রমে বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, বিকেল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের প্রথম এবং দেশের ৪৮তম বাজেট। নতুন অর্থমন্ত্রী হিসেবে এটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads