• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
নতুন করারোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধির পাঠানো ছবি

বাজেট

নতুন করারোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে সাংবাদিক ও সুধি সমাবেশের উপস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন। কোনো প্রকার করারোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়।

 এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষাখাত, মাদক নির্মূলে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬০ কোটি ৪ হাজার ৭৫০ টাকা। মোট ব্যয় ৫৬ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। মোট উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা।

বাজেটে নিজস্ব খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ২৩ কোটি ২ লাখ ৩১ হাজার ২৫০ টাকা । মোট ব্যয় ২১ কোটি ৯৪ লাখ টাকা। উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৮ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

উন্নয়ন খাতে সর্বমোট আয় ৩৬ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় ৩৪ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ২ কোটি ২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

পৌর সচিব মুহাম্মদ নুর আজম বিন শরিফের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, হিসাব রক্ষক মো. সফিকুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী প্রমূখ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর, সংবাদকর্মী ও সুধীজনসহ পৌরবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads