• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কুবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি শরিফ, সম্পাদক হৃদয়

সভাপতি শরিফ ও সম্পাদক হৃদয়

ছবি : সংগৃহীত

ক্যাম্পাস

কুবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি শরিফ, সম্পাদক হৃদয়

  • কুবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২০

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় কোটবাড়ি বিশ্বরোডের হাওড়াতলীতে অবস্থিত রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোঃ শরিফ উদ্দিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রুহুল আমিন হৃদয়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি -২০২০ গঠন করা হয়।

সংগঠনটির সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে এবং আনোয়ারা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা ইসমাইল নবী শাওন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেকুর রহমানসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য বাঙালিদের সমস্যার কথা, তাদের সচেতনতা বৃদ্ধির জন্য যুব সমাজ তথা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সমাজ কিভাবে অবদান রাখতে পারে সে আলোচনা করেন।

নবগঠিত এ কমিটিতে অন্যরা হলেন সহ- সভাপতি ইয়াসিন আরাফাত ও বিল্লাল সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন ও মোঃ এমরান হোসাইন, অর্থ সম্পাদক আনোয়ারা আক্তার, দপ্তর সম্পাদক রহিমা আক্তার, প্রচার সম্পাদক রাসেদ বিন গিয়াস, ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া আফরোজ শশী।

উল্লেখ্য, নতুন কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads