• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
করোনা : বশেমুরবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

করোনা : বশেমুরবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

করোনার ভয়াবহ প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার দুপুর ১২টায় ওই বিভাগের শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়। এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানা গেছে। এর আগে, বেলা ১০টায় ওই বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়। সেখানে দীর্ঘ সময় আলোচনার পর তারা এই ঘোষণা দেয়।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্বব্যাপী করোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বাড়ি থেকে আমাদের পরিবার চিন্তিত। বারবার ফোন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন সদুত্তর না পেয়ে আমরা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

উল্লেখ্য, করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিপার্টমেন্ট হিসেবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads