• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
করোনা: ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

করোনা: ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

করোনা ভাইরাস (কোভিড) পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডিনস কমিটির বৈঠকে আজ সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।  

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণে ঢাবি একাডেমিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ জরুরি বৈঠকের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট ও বিভাগের চেয়ারম্যানরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads