• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
জাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি

প্রতিনিধির পাঠানো ছবি

ক্যাম্পাস

জাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

করোনা ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে কয়েকজন শিক্ষার্থীর প্রচেষ্টায় পরীক্ষামূলকভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের অধ্যাপক ড. নূরুল আবছারের নেতৃত্বে একদল মেধাবী শিক্ষার্থী ‘ CHEMSOL’ নামের এই হ্যান্ড স্যানিটাইজারটি তৈরি করেন। এটি ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ কার্যকরী ভূমিকা রাখা হ্যান্ড স্যানিটাইজার।

পরে বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের রিকশাচালক, হকারসহ বিভিন্ন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে এই স্যানিটাইজার বিতরণ করা হয়।

হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে রসায়ন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও প্রস্তুতকারক টিমের সদস্য আতিকুর রহমান সাব্বির বলেন, আমরা ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছি। অর্থের যোগানের অপ্রতুলতার কারণে বেশি তৈরি করতে পারিনি। প্রাথমিকভাবে ৫০টি তৈরি করেছি। আশাকরি ফান্ডিং পেলে আরো তৈরি করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads