• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মাভা‌বিপ্রবি‌র শিক্ষার্থী‌দের হল ত্যাগের নি‌র্দেশ

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

ক‌রোনা আতঙ্ক

মাভা‌বিপ্রবি‌র শিক্ষার্থী‌দের হল ত্যাগের নি‌র্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

ক‌রোন‍া ভাইরাসের সংক্রামণ সতর্কতায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভা‌বিপ্রবি) শিক্ষার্থী‌দের হল ছাড়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছে বিশ্ব‌বিদ‌্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৭ই মার্চ) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের রে‌জিস্ট্রার ড. মো. তৌ‌হিদুল ইসলা‌ম স্বাক্ষরিত নো‌টি‌শে এই নি‌র্দেশনা দেয়া হ‌য়।

নো‌টি‌শে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে, প্রাণঘাতী ক‌রোনা ভাইরাসের সংক্রামণ হ‌তে সতর্কতা অবলম্ব‌নের জন‌্য আগামী ১৮ই মার্চের ম‌ধ্যে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সকল শিক্ষার্থী‌কে হল ছাড়‌তে হ‌বে। ত‌বে, ক‌বে নাগাদ হল খোলা হ‌বে তা নো‌টি‌শে উ‌ল্লেখ করা না হ‌লেও পরব‌র্তীতে জা‌নি‌য়ে দেওয়া হ‌বে ব‌লেও নো‌টি‌শে উল্লেখ করা হয়ছে।

এর আগে, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads