• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
সম্পূরক শিক্ষাবৃত্তির দাবিতে জবি ছাত্রফ্রন্টের ‘ভার্চুয়াল কর্মসূচি’

ছবি: বাংলাদেশের খবর

ক্যাম্পাস

সম্পূরক শিক্ষাবৃত্তির দাবিতে জবি ছাত্রফ্রন্টের ‘ভার্চুয়াল কর্মসূচি’

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন ২০২০

করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সম্পূরক শিক্ষাবৃত্তি প্রদানের দাবিতে 'ভার্চুয়াল কর্মসূচি' পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। এসময় শিক্ষার্থীদের মেস ভাড়া সংকট নিরসন ও শিক্ষার্থীদের নিয়ে ভিসির অবমাননাকর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিম সাকিব প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই কর্মসূচি পালন করেন।

তানজিম সাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া সংকট নিরসন, সম্পূরক শিক্ষা বৃত্তি ও ভিসির অবমাননাকর বক্তব্য প্রত্যাহার এর দাবিতে আজকের এই ভার্চুয়াল প্রতিবাদের আয়োজন করা হয়। যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী বাড়িতে অবস্থান করছে, তাই এই ভিন্ন ধরনের প্রতিবাদের আয়োজন করতে হয়েছে। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দাবি সম্বলিত প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads