• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
৮ শর্তে খুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস

ফাইল ছবি

ক্যাম্পাস

৮ শর্তে খুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন ২০২০

সরকারি স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নীতিমালা অনুসরণ করে সীমিত পরিসরে খুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রয়োজনীয় দাপ্তরিক কার্যাবলি সম্পাদন ও শিক্ষকদের গবেষণা কাজে সহায়তা প্রদান বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনাদি রক্ষণাবেক্ষণের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র অফিসসমূহ সীমিত পরিসরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে অফিস চলাকালীন ৮ টি শর্তাবলী ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো ১। ন্যূনতম সংখ্যক অত্যাবশ্যক জনবল নিয়ে সীমিত পরিসরে অফিস কার্যক্রম চালু থাকবে। এজন্য সংশ্লিষ্ট অফিস প্রধান প্রতি ১৪ দিনের রোস্টার তৈরি করবেন। অন্যরা যে কোন সময়ে অফিসে আসার প্রয়োজনে নিজ নিজ বাসায় অবস্থান করবেন এবং সংশ্লিষ্ট অফিস প্রধানের সাথে যোগাযোগ রাখবেন। কোন কর্মকর্তা/কর্মচারী গণপরিবহন ব্যবহার করবেন না।  অতি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা প্রদান করা হবে। ২। অফিস চলাকালীন কেউ অফিসের বাইরে ঘোরাফেরা করবেন না। অতি জরুরি প্রয়োজন ব্যতিরেকে অন্য অফিসে গমনাগমন করবেন না। টেলিফোনে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দাপ্তরিক কাজ সম্পন্ন করবেন। ৩। বিভাগের সেমিনার লাইব্রেরি, ল্যাবরেটরি, গবেষণাগার প্রভৃতি রক্ষণাবেক্ষণে বিশেষভাবে যত্নশীল থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ৪। এ সময়ে অন্যান্য জরুরি কাজের মধ্যে ইতোমধ্যে অনুষ্ঠিত পরীক্ষাসমূহের ফলাফল চূড়ান্তকরণ ও তা প্রকাশের ব্যবস্থা গ্রহণের
জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হলো। ৫। বিভাগ/ইনস্টিটিউট শিক্ষকদের গবেষণাকর্মে দাপ্তরিক সহায়তা প্রদান করতে এবং নিজস্ব স্থাপনা/প্রতিষ্ঠানাদি পরিস্কারপরিচ্ছন্ন রাখতে ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনে অতি সীমিত পরিসরে অফিস খোলা রাখতে হবে। ৬। সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ব্যতিত অন্য কেউ যেন কোন ভবনে প্রবেশ করতে না পারে সেজন্য সকল ভবনের মূল গেট বন্ধ রাখতে হবে। ৭। অধিকাংশ কার্যাদি অনলাইন/ইমেইলে করার সর্ব্বোচ্চ চেষ্টা করতে হবে। ৮। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিদ্যমান সকল ব্যবস্থা ও বিধি-নিষেধ বলবৎ থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads