• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রাবি ভিসিসহ দুর্নীতিতে অভিযুক্তদের অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

রাবি ভিসিসহ দুর্নীতিতে অভিযুক্তদের অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান, প্রোভিসি প্রফেসর ড. চৌধুরী মো: জাকারিয়া এবং রেজিস্ট্রার প্রফেসর ড. এম এ বারীসহ দুর্নীতিতে জড়িতদের অপসারণ চেয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন।

শুক্রবার বিকেলে ফেডারেশনের দপ্তর সম্পাদক অন্তু বিশ্বাস  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তারা।

বিজ্ঞপ্তিতে ছাত্র ফেডারেশনের রাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট বলেন, 'প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের ঘটনা শুধু ক্যাস্পাসের ভাবমূর্তিই নষ্ট করে না বরং পুরো শিক্ষাব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেয়। আমরা দায়িত্বরত কর্মকর্তাদের দুর্নীতির ও অনিয়মের তীব্র নিন্দা ও অপসারণের দাবি জানাই।'

সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, 'গত বছর বর্তমান প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়েছি। সেসময় ছাত্র নেতৃবৃন্দের ওপর নানান চাপ তৈরি হলেও আমরা আন্দোলন থেকে পিছপা হইনি।। একপর্যায়ে প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে চ্যান্সেলর বরাবর খোলা চিঠি প্রেরণ করি এবং প্রশাসনের সমস্ত কার্যক্রমকে অবৈধ ঘোষণা করি। তখন ইউজিসি বা চ্যান্সেলর কেউই আমাদের কথা আমলে নেয়নি! তবে দেরিতে হলেও দুর্নীতি ও অনিয়মের ঘটনাটি প্রমাণিত হলো। কিন্তু এখন পর্যন্ত এই দুর্নীতিবাজরা স্বপদে বহাল আছে যা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমরা ২৪ ঘন্টার মধ্যেই সকল দুর্নীতিবাজের অপসারণ দাবি করছি।' 

প্রসঙ্গত, বর্তমান প্রশাসনের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে গত বছর অক্টোবর থেকে ছাত্ররা অনিয়ম ও দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল ছাত্র ফেডারেশন। পরে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অনিয়ম ও দুর্নীতি মুক্ত করতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে।  যা সারা দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তিতে ইউজিসি বিষয়টি আমলে নিলে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সম্প্রতি তদন্ত কমিটির রিপোর্টে ভিসি, প্রোভিসি ও রেজিস্টারের দুর্নীতি ও অনিয়মের সত্যতা প্রামাণিত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads