• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

মহানগর

ঢাকা উত্তরে আ.লীগের প্রার্থী আতিকুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র হতে নৌকা প্রতীকে লড়বেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।  
আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ধানের শীষের আরেক ব্যবসায়ী তাবিথ আউয়ালের সঙ্গে।

বিএনপি প্রার্থী চূড়ান্ত করার একদিন বাদে মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাদের প্রার্থী ঠিক করতে বসে।

গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “ঢাকা উত্তরে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হবেন আতিকুল ইসলাম।”

রাজনীতিতে নবিশ আতিকের এক ভাই মো. তাফাজ্জাল ইসলাম সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই মইনুল ইসলাম সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল।

আনিসুল হকের উত্তরসূরি হতে প্রচারে নামার পর আতিক বলেছিলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত পেয়েই মাঠে নেমেছেন তিনি।

২০১৫ সালে ঢাকা উত্তরের প্রথম নির্বাচনে মেয়র পদে ব্যবসায়ী আনিসুল হককে সমর্থন দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্দলীয় ওই নির্বাচনে আওয়ামী লীগের ওই সমর্থনকে চমক হিসেবেই দেখা হয়েছিল।

আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদে উপ-নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

তার দুই দিন আগে নৌকার প্রার্থী ঠিক করতে নেতাদের নিয়ে বসেন শেখ হাসিনা; ডাকা হয় মনোনয়ন প্রত্যাশী আতিকসহ ১৮ জনকে।

সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, উত্তরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসানসহ ১৮ জনের মধ্য ধেকে আতিককেই বেছে নেয় ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব।

আনিসুল হকের মতোই বিজিএমইএর সভাপতি ছিলেন আতিক। তিনি বলে আসছিলাম, প্রয়াত আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করাই তার প্রাথমিক লক্ষ্য।

ব্যবসায়ী থেকে রাজনৈতিক দায়িত্ব পালনে আসার আগ্রহের বিষয়ে আতিক বলেছিলেন, “আনিসুল হক অরাজনৈতিক ব্যক্তি হয়েও কী সুন্দর করে ঢাকা সাজিয়েছেন। এ থেকেই প্রমাণ হয় যে রাজনীতিবিদরা ব্যবসায় আসতে পারেন, ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে পারেন।”

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads