• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

মহানগর

ভয়াবহ আগুনে পুড়ল মিরপুরে হাজারো ঘর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মার্চ ২০১৮

রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস মোল্লা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সেখানের প্রায় সব ঘর। এলাকাবাসী জানান, রোববার দিবাগত রাত ৩টার কিছু আগে আগুন লাগে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  

এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করে। এ কথা জানিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল বলেন, আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। ঘটনাস্থলের রাস্তাগুলো সরু। গাড়ি পৌঁছাতে অনেক সময় লেগে যায়। অনেক বাতাসও ছিল।

মেজর শাকিল বলেন, বস্তিটির বাসিন্দাদের মধ্যে বেশির ভাগই পোশাক কারখানায় কাজ করে। প্রায় সব ঘরেই ঝুট ও দাহ্যবস্তু ছিল। এতে আগুন দ্রুত ছড়ায়। এ বিষয় তদন্তে শিগগিরই কমিটি হবে।

শাকিল বলেন, এক নারী আহত হয়েছে বলে খবর পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।  

বস্তিতে থাকা প্রায় সব ঘরই পুড়ে গেছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ইলিয়াছ আলী মোল্লা। তিনি বলেন, এই বস্তিতে হাজার পঁচিশের মতো মানুষ বাস করত।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৩টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর তাদের দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছানোরর পর ১৪টি ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরো ৯টি ইউনিট যোগ দেয়।

বস্তিটি প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে। এখানে ৮ হাজারের মতো ঘর ছিল।

ইলিয়াস মোল্লা বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য করা হবে। যাদের ঘর পুড়েছে তাদের পুনর্বাসনের করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads