• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

মহানগর

রেলওয়ের বিশেষ সেবা সপ্তাহ শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মার্চ ২০১৮

রেলওয়ের ‘বিশেষ সেবা সপ্তাহ-২০১৮’ শুরু হয়েছে মঙ্গলবার। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে ছয়দিনের বিভিন্ন কর্মসূচি উদযাপন করছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভের যোগ্যতা অর্জন করায় ও তা উদযাপনের লক্ষ্যে সেবা সপ্তাহের আয়োজন করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রেলওয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেবা সপ্তাহ উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে ঢাকায় শোভাযাত্রার আয়োজন হবে। এতে ঢাকায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী, জিআরপি, আরএনবি, ব্যান্ড পার্টি ও স্কাউট দল আনন্দ অংশ নেবেন।

সেবা সপ্তাহ উপলক্ষে রেলের সব গুরুত্বপূর্ণ স্টেশন ও ভবন বর্ণিল আলোক সজ্জিত করা হয়েছে। সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনের নির্ধারিত রেক এবং সব কোচের ভিতরের আসন, ফ্যান, পর্দা, টয়লেটসহ স্টেশনের সব বিশ্রামাগার ও প্লাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্ন ও হকারমুক্ত রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া মহিলা, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীসহ অসুস্থ যাত্রীদের স্বাচ্ছন্দময় ভ্রমণের ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের টিকেট প্রাপ্তি দ্রুততর করাসহ এ জন্য তারা যেন হয়রানির শিকার না হন তার প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখা হবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত সেবা সপ্তাহ চলবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads