• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
স্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

স্বর্ণে ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার একশ ৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন

ছবি : সংরক্ষিত

পণ্যবাজার

স্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। স্বর্ণে ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার একশ ৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ৪০ হাজার ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে প্রতিভরি সনাতন পদ্ধতির স্বর্ণ অপরিবর্তিত (২৭ হাজার ৫৮৫ টাকা) রেখা হয়েছে। ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম হলো এক হাজার ৫০ টাকা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল সোমবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, রোববার ২২ ক্যারেটের মানের ভরিপ্রতি স্বর্ণ বিক্রি হয়েছে ৪৮ হাজার ৬৩৮ টাকা। ২১ ক্যারেট ৪৬ হাজার ৩৬৪ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪১ হাজার ২৯০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা।

এর আগে গত ২০ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২, ২১ ও ১৮ ক্যারেটের ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads