• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাড়ছে না সোনার দাম

সংগৃহীত ছবি

পণ্যবাজার

বাড়ছে না সোনার দাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে না। দেশের বাজারে আগের দরেই সোনা বিক্রি হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি জানায়, সনাতন পদ্ধতির ছাড়া অন্য সব ধরনের সোনার দাম রোববার থেকে ভরিতে এক হাজার ১৬৬ টাকা বেড়ে যাবে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়ালা। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকা। আর ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ২৯০ টাকায় বিক্রি হবে। তবে গ্রামে-গঞ্জে, মফস্বলের ক্রেতা-বিক্রেতাদের স্বার্থের কথা বিবেচনা করে সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি আগের ২৭ হাজার ৫৮৫ টাকাই থাকবে বলে জানায় বাজুস।

সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়ালা সে সময় বলেছিলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় চার মাস পর স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানো এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। কিন্তু শনিবার গভীর রাতে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের কথা জানায়।

সমিতির অফিস সচিব খোরশেদ আলম খান বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম এখন কমতির দিকে। এ কারণে স্থানীয় বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। সোনা আগের দামেই বিক্রি হবে। এ ফলে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা আগের মতই ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট সোনা ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪০ হাজার ১২৪ টাকায় বিক্রি হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads