• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আড়ং বাজারে নিয়ে এলো পাঁচ ধরণের চিজ

আড়ংএর সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ, ব্র্যাক ডেইরি ও ফুড এন্টারপ্রাইজের ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান, ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্টের এজিএম হোসেন শাহ নেওয়াজ, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার পূর্বা চৌধূরী জয়া

ছবি : বাংলাদেশের খবর

পণ্যবাজার

আড়ং বাজারে নিয়ে এলো পাঁচ ধরণের চিজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০১৯

আড়ং ডেইরি প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে পাঁচ ধরনের নতুন চিজ-স্লাইসড, স্প্রেড, কিউবস্, অষ্টগ্রাম এবং শ্রেডেড মোজারেল্লা। ব্র্যাক সেন্টার ইন অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল এই চিজের বাজারজাতকরণ শুরুর প্রক্রিয়ার ঘোষণা দেওয়া হয়।

ভিন্ন ভিন্ন স্বাদের নতুন পণ্যগুলো হচ্ছে চিজ-স্লাইস্‌ড, স্প্রেড, কিউবস্‌, অষ্টগ্রাম ও শ্রেডেড মোজারেল্লা।

ব্র্যাক এন্টার প্রাইজেসের সিনিয়ার ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, “আমরা সবসময়ই চেষ্টা করি ভোক্তাদের জন্য নতুন নতুন পণ্য নিয়ে আসতে, যা তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে সাহায্য করে। আমাদের এই চিজগুলো, রন্ধনশিল্পে যুক্ত করবে নতুন মাত্রা।”

ব্র্যাক ডেইরি ও ফুড এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “আড়ং ডেইরি চিজ যে কোন সাধারণ খাবারকে করে তুলবে আরও সুস্বাদু। ভিন্ন ভিন্ন স্বাদের এই চিজগুলো দিয়ে তৈরি করা যাবে সুস্বাদু বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা, স্ন্যাকসসহ আরো অনেক কিছু।”

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads