• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এসিআই লবণ, ডুডলস নুডলস ও প্রাণ গুঁড়া হলুদের নিষেধাজ্ঞা তুলে নিল বিএসটিআই

সংগৃহীত ছবি

পণ্যবাজার

এসিআই লবণ, ডুডলস নুডলস ও প্রাণ গুঁড়া হলুদের নিষেধাজ্ঞা তুলে নিল বিএসটিআই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ মে ২০১৯

ফের নমুনা পরীক্ষা শেষে তিনটি খাবার পণ্যের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পণ্য তিনটি হলো- এসিআই লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডলস নুডলস এবং প্রাণের গুঁড়া হলুদ।

বিএসটিআই উপপরিচালক রিয়াজুল হক জানান, তারা ৫২টি পণ্যের লাইসেন্স স্থগিত এবং শোকজ নোটিশ জারি করেছিল। 

‘আমরা ৪৩টি পণ্যের কাছ থেকে সাড়া পাই, যারা তাদের পণ্যের গুণগত মান উন্নয়নের দাবি করে।’

তিনি বলেন, ‘৯টির লাইসেন্স বাতিল করা হয়েছে। এসিআই লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডলস নুডলস এবং প্রাণের গুঁড়া হলুদ দ্বিতীয়বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’

এর আগে গত ১২ মে বিভিন্ন ব্রান্ডের ৫২টি নিম্নমানের পণ্য বাজার থেকে সরাতে বিএসটিআইকে নির্দেশ দেয় হাইকোর্ট।

নিম্নমানের (সাব-স্ট্যান্ডার্ড) পণ্যগুলো হচ্ছে- সিটি ওয়েলের সরিষার তেল, গ্রীণ ব্লিচিং এর সরিষার তেল, শমনমের সরিষার তেল, বাংলাদেশ এডিবল ওয়েলের সরিষার তেল, কাশেম ফুডের চিপস, আরা ফুডের ড্রিংকিং ওয়াটার, আল সাফির ড্রিংকিং ওয়াটার, মিজান ড্রিংকিং ওয়াটার, মর্ণ ডিউয়ের ড্রিংকিং ওয়াটার, ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার, আরার ডিউ ড্রিংকিং ওয়াটার, দিঘী ড্রিংকিং ওয়াটার, প্রাণের লাচ্ছা সেমাই, ডুডলি নুডলস, শান্ত ফুডের সফট ড্রিংক পাউডার, জাহাঙ্গীর ফুড সফট ড্রিংক পাউডার, ড্যানিশের হলুদের গুড়া, প্রাণের হলুদের গুড়া, ফ্রেশের হলুদের গুড়া, এসিআইর ধনিয়ার গুড়া, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, বনলতার ঘি, পিওর  হাটহাজারী মরিচ গুড়া, মিষ্টিমেলা লাচ্ছা সেমাই, মধুবনের লাচ্ছা সেমাই, মিঠাই’র লাচ্ছা সেমাই, ওয়েল ফুডের লাচ্ছা সেমাই, এসিআই আয়োডিনযুক্ত লবন, মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবন, কিং’য়ের ময়দা, রুপসার দই, মক্কার চানাচুর, মেহেদীর বিস্কুট, বাঘাবাড়ীর স্পেশাল ঘি, নিশিতা ফুডস এর সুজি, মধুবনের লাচ্ছা সেমাই, মঞ্জিলের হলুদের গুড়া, মধুমতির আয়োডিন যুক্ত লবণ, সান ফুডের হলুদের গুড়া, গ্রিন লেনের মধু, কিরনের লাচ্ছা সেমাই, ডলফিনের মরিচের গুড়া, ডলফিনের হলুদের গুড়া, সূর্যের মরিচের গুড়া, জেদ্দার লাচ্ছা সেমাই, অমৃতের লাচ্ছা সেমাই, দাদা সুপারের আয়োডিনযুক্ত লবণ, মদীনার আয়োডিন যু্ক্ত লবন, নূরের আয়োডিনযুক্ত লবণ।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads