• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দিনাজপুরের ঘোড়াঘাটে জমে উঠেছে লিচুর বাজার

প্রতিনিধির পাঠানো ছবি

পণ্যবাজার

দিনাজপুরের ঘোড়াঘাটে জমে উঠেছে লিচুর বাজার

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে ২০১৯

দিনাজপুরের ঘোড়াঘাটে জমে উঠেছে লাল টসটসে রসালো  লিচুর বাজার। মিষ্টি ও সুস্বাদু বিভিন্ন জাতের লিচুর মধ্যে রয়েছে চায়না থ্রি,বোম্বাই ও মাদ্রাজী লিচু।

উপজেলার পৌর বাসস্ট্যান্ড,আজাদমোড়,পুরাতন বাজার,ওসমানপুর হাট ও রানীগঞ্জ বাজার সহ আশ পাশের এলাকায় কেনা বেচা হচ্ছে লিচু। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার ক্রেতা ও পাইকাররা ভিড় জমাচ্ছে এসব বাজারে।দামও রয়েছে হাতের নাগালে।দেশী জাতের ১০০ লিচু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা দরে।চায়না থ্রি ও বোম্বে সহ অন্যন্য জাতের  প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৫০ টাকা দরে।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে,এই বছর ঘোড়াঘাটে ১১ হেক্টর জমিতে দেশী জাত সহ বিভিন্ন হাইব্রিড জাতের লিচুর চাষ হয়েছে।

বাগান মালিক ও লিচু বিক্রেতারা জানান,এ বছর বৃষ্টির কম হওয়ায় লিচুর উৎপাদন বেশি হয়েছে।প্রতি বছর বৃষ্টি ও শিলা বৃষ্টির কারণে প্রচুর লিচু নষ্ট হয়ে যেত।কিন্তু এবার তা হয়নি।এবারে লিচু বিক্রি করে আমরা অনেকটা লাভবান হবো।

সাধারণ ক্রেতা ও পাইকাররা জানান,এই বছর লিচুর দাম সকলের হাতের নাগালে রয়েছে।অন্যন্য বছর রসালো লিচুর গায়ে ক্ষত ও গোড়ায় পোকা দেখা যেত।কিন্তু এ বছর লিচুতে কোনো সমস্যা নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads