• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ঈদের আগে খুলছে না প্রধান বিপণিবিতানগুলো

সংগৃহীত ছবি

পণ্যবাজার

ঈদের আগে খুলছে না প্রধান বিপণিবিতানগুলো

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মে ২০২০

ঈদুল ফিতরের আগে রাজধানীর প্রধান প্রধান বিপণিবিতানগুলো খুলছে না। শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকার বেশ কিছু ছোট-বড় শপিংমল কর্তৃপক্ষ ও এলাকাভিত্তিক ব্যবসায়ী সমিতি দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ তালিকায় রয়েছে নিউমার্কেট, মৌচাক ও আনারকলি মার্কেট, মোতালিব প্লাজা, মিরপুর ১ নম্বর থেকে ১১ নম্বর সেকশন এবং গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকার ব্যবসায়ীরা।

জানতে চাইলে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, যে ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তা মেনে দোকান খোলা কঠিন। এর ওপর মার্কেটের দুই কিলোমিটারের বাইরের ক্রেতারা আসতে পারবে না। ফলে ক্রেতা তেমন একটা পাওয়া যাবে না। তাই ব্যবসায়ীরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দোকান–পাট বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ঈদের কেনাকাটার জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে দোকান–পাট খোলার সুযোগ দেওয়া হবে জানান। এরপর ১০ মে থেকে বিপণিবিতান খুলে দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads