• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ঈদের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন

প্রতিনিধির পাঠানো ছবি

পণ্যবাজার

ঈদের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২০


আসন্ন ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নগরীর বিভিন্ন এলাকায় চলছে নিয়মিত অভিযান।

বৃহস্পতিবার মহানগরীর চকবাজারের কে বি আমান আলী রোডে মুদি দোকান ও গরুর মাংসের দোকানে অভিযান চালায় মোবাইল কোর্ট। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিএসটিআই এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়৷ এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।

এ সময় ২ টি খুচরা মুদি দোকান ও ৩ টি গরুর মাংসের দোকানে ওজনে কারচুপি হাতেনাতে ধরা পড়ে৷ ১ কেজির বাটখারায় কোনোটায় ১০ গ্রাম কম আবার কোনোটায় ১৫ গ্রাম কম। ৫০০ গ্রামের বাটখারায় ১০ থেকে ১৪ গ্রাম কম দেখা যায়। ওজনে কারচুপির বিষয়টি বিএসটিআই এর পরিদর্শক পরীক্ষা করে সত্যতা পান। এছাড়াও দোকানগুলিতে মূল্য তালিকাও নেই। মানছে না স্বাস্থ্যবিধি । এসকল বিষয়ে ২টি খুচরা মুদি দোকান ও ৩ টি মাংসের দোকানকে সর্বমোট ১৯০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়৷

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads